একেই ১৫০ রানে অল-আউট হয়ে গিয়েছে। আর তারপরও পার্থ টেস্টে মার্নাস ল্যাবুশানের সহজ ক্যাচ ছাড়লেন বিরাট কোহলি। ক্যাচটা ধরেও বলটা ফেলে দিলেন ভারতের তারকা ক্রিকেটার। ভারতের অধিকাংশ ফিল্ডার তো সেলিব্রেশনে মেতে ওঠেন। কিন্তু শেষপর্যন্ত দেখা যায় যে ক্যাচটা ফেলে দিয়েছেন বিরাট। যেটা ল্যাবুশানের দ্বিতীয় বল ছিল। তার ঠিক আগেই অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। বিরাট যদি ক্যাচটা ধরতে পারতেন, তাহলে একই ওভারে দুটি উইকেট পড়ে যেত অস্ট্রেলিয়ার। আর তাতে দৃশ্যতই বিরক্ত দেখায় বুমরাহকে। তিনি নিজেও সেলিব্রেশন করতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু বিরাটের ভুলে নিশ্চিত উইকেট না পাওয়ায় তাঁর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যে ‘আর কী করতে পারি আমি?’
আর সেই পুরো ঘটনাটি ঘটেছে তৃতীয় ওভারের পঞ্চম বলে। ওই ওভারের তৃতীয় বলে নাথান ম্যাকসুইনিকে আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দেন বুমরাহ। তারপর ক্রিজে আসেন মার্নাস। দ্বিতীয় বলেই সোজা ব্যাটে ডিফেন্ড করতে যান। কিন্তু বলটা তাঁর ব্যাটের কাণায় লেগে দ্বিতীয় স্লিপের দিকে উড়ে যায়।
‘রেগুলেশন ক্যাচ’ ফস্কে দেন বিরাট
একেবারে ‘রেগুলেশন ক্যাচ’ ছিল। ১০০টি ওরকম ক্যাচ দিলে ৯৯ বার ধরে নেবেন ফিল্ডার। বিরাটও সেই ৯৯ জনের তালিকায় নাম লিখিয়ে ফেলতে যাচ্ছিলেন। নিজের ডানদিকে গিয়ে দু'হাত দিয়ে বলটা ধরে নেন। তারপর তাঁর শরীরটা মাটিতে ধাক্কা খায়। আর তখনই বিরাটের হাত থেকে বলটা বেরিয়ে যায়। মাটিতে পড়ে যায় বলটা। আর সেই বলটা দিয়ে উইকেটের দিকে ছুড়ে দেন বিরাট।
আরও পড়ুন: Video: এটা কেমন শট! বোলার থেকে ধারাভাষ্যকার ঋষভ পন্তের ছক্কা দেখে সকলেই অবাক হয়ে গেলেন
রাহুল তো সেলিব্রেশন শুরু করে দেন, বিরক্ত বুমরাহ
আর সেই দৃশ্য দেখে ভারতীয় ফিল্ডাররা পুরোপুরি হতবাক হয়ে যান। কোহলির ঠিক পাশেই তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা রাহুল তো বিরাটের হাতে ক্যাচটা ধরা পড়েছে দেখে সেলিব্রেশনের ভঙ্গিমায় দৌড়াতে শুরু করে দেন। বুমরাহও ট্রেডমার্ক সেলিব্রেশন শুরু করেন। এমনকী দু'জনে হাত মেলানোর মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তখনই বুমরাহ দেখেন যে ক্যাচ ফেলে দিয়েছেন বিরাট। রীতিমতো বিরক্তি ধরা পড়ে তাঁর মুখে। বাকিরাও হতবাক হয়ে যান। ঠিক কী হয়েছে, তা কেউ বুঝতে পারছিলেন না।
কী হয়েছে ঠিক? বোঝানোর চেষ্টা বিরাটের
তারপর বিরাট বোঝাতে থাকেন যে কেন তাঁর হাত থেকে বলটা বেরিয়ে গিয়েছে। নিজের ডান হাত দিয়ে বাঁ-হাতের উপরে ইঙ্গিত করে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। সম্ভবত বলার চেষ্টা করছিলেন যে বলটা তাঁর বাঁ-হাতের তালুতে লেগে বেরিয়ে গিয়েছে। তাতে যে বুমরাহ খুব একটা প্রসন্ন হননি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি নিজের বোলিং মার্কের দিতে ফিরে যেতে থাকেন। আর সেইসময় জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে যান যে ঠিক কী ঘটেছে।
ভুলের প্রায়শ্চিত্ত বিরাটের
যদিও কিছুক্ষণ পরেই সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন বিরাট। ৬.৪ ওভারে বুমরাহের বলেই উসমান খোয়াজার ক্যাচ নিতে কোনও ভুল করেননি। সহজ ক্যাচ ধরে নেন। পরের বলেই স্টিভ স্মিথকে এলবিডব্লু করে দেন বুমরাহ। তার ফলে ৬.৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় তিন উইকেটে ১৯ রান। তিনটি উইকেটই নিয়েছেন বুমরাহ। আপাতত প্রথম ইনিংসে ভারতের থেকে ১৩১ রানে পিছিয়ে আছেন অস্ট্রেলিয়া। পার্থে প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অল-আউট হয়ে গিয়েছে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট। করেছেন মাত্র পাঁচ রান।