বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ছেলে হয়েছে - সেই খবর সামনে আসার পর ২৪ ঘণ্টাও কাটেনি। তারইমধ্যে বিরাট ও অনুষ্কার ছেলে ‘অকায় কোহলি’-র নামে ডোমেন কিনে রাখা হল। ইন্টানরেট জগতে ডোমেন নথিভুক্ত করে রাখা এবং ওয়েব হোস্টিং কোম্পানি গো ড্যাডির তথ্য অনুযায়ী, বিরাট ও অনুষ্কার ছেলে ‘অকায় কোহলি’-র ছেলের নামে যে ডোমেন (akaaykohli.com) কেনা হয়েছে, সেটার জন্য খরচ হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬৬ টাকা ৬৬ পয়সা। তবে কে সেই ডোমেন কিনে রেখেছেন, তা অবশ্য জানানো হয়নি। ফলে অকায়ের জন্মের খবর আসতে না আসতেই কে ডোমেন কিনে রাখলেন, তা জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।
নেটিজেনদের একাংশের বক্তব্য, বিরাটের টিমই হয়ত akaaykohli.com কিনে রেখেছে। এক নেটিজেন বলেন, 'ছেলের নাম জানানোর আগে উনি (বিরাট) নিজেই এই ডোমেন কিনে রেখেছেন? কে জানে?' তাতে অপর একজন বলেন, 'সেটা হতে পারে।' অপর এক নেটিজেন বলেন, ‘বিরাট কোহলি এবং তাঁর টিম নিশ্চয়ই এটা কিনেছে। আজকাল সেলেবদের ম্যানেজাররা অত্যন্ত বুদ্ধিমান হয়ে গিয়েছেন।’ একজন আবার বলেন, ‘ভবিষ্যতের বিনিয়োগ।’
সেইসবের মধ্যেই এক নেটিজেন মজা করে বলেন, ‘এবি ডি'ভিলিয়ার্স কিনে নিয়েছেন।’ একজন আবার আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘বিরাট কোহলির পোস্ট দেখার পরে গতকাল আমি এই ওয়েবসাইট কেনার চেষ্টা করেছিলাম। কিন্তু কেউ সেটা নিয়েছেন দেখলাম। বিশাল সুযোগ হাতছাড়া হবে। অকায় এবং অকায় কোহলি নামের দুটি ডোমেনই কিনে নেওয়া হয়েছে।’ অপর একজন বলেন, ‘কে কোন নামে ওয়েবসাইট কিনবে, সেটার জন্য এখন তো মনে হচ্ছে যে নিলামও চলছে।’ উল্লেখ্য, ভামিকা কোহলির নামেও ডোমেন কেনা আছে। সেটার দাম ৮ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা ৩৩ পয়সা।
যদিও বিরাট আদৌও কিনেছেন কিনা, তা সরকারিভাবে কিছু জানানো হয়নি। তিনি বা তাঁর টিম মুখ খোলেনি। মঙ্গলবার রাতের দিকে শুধুমাত্র ছেলের জন্মের খবর দেন ভারতীয় দলের তারকা ক্রিকেট এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টে তাঁরা বলেন, ‘অত্যন্ত আনন্দ এবং ভালোবাসার সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্রসন্তান এবং ভামিকার ছোট ভাই অকায়কে এই দুনিয়ায় স্বাগত জানিয়েছি। এই আনন্দদায়ক সময় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা চাইছি। এই মুহূর্তে আমাদের গোপনীয়তা যাতে বজায় রাখা হয়, সেই আর্জি জানাচ্ছি।’
আরও পড়ুন: Anushka-Virat Second Baby: ভূমিষ্ঠ হল বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান, ছোট্ট ভামিকার ভাই হল না বোন?