ইংল্যান্ডকে চতুর্থ টি২০ ম্যাচে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। টিম ইন্ডিয়া রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ইংল্যান্ডের বিরুদ্ধে পুণের মাঠে। টানটান থ্রিলারে ভরা ম্যাচ হল। মনে হচ্ছিল যে কোনও দলই যখন তখন জিতে যেতে পারে। কিন্তু শেষ মূহূর্তে গিয়ে স্নায়ুচাপ ধরে রেখেই ম্যাচ বের করে নিল টি২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল আগে। আর শুরুতেই পেসার সাকিব মাহমুদের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের টপ অর্ডার। চোট কাটিয়ে মাঠে ফেরা রিঙ্কু সিং কোনওমতে সামাল দেন, অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে। রিঙ্কু করেন ৩০ রান, অভিষেক শর্মা করেন ২৯ রান। এরপরই ভারতকে বড় রানের স্কোরে পৌঁছে দেন শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া।
সিরিজে ২বার ০ করল সূর্য
সূর্যকুমার যাদবের খারাপ সময় যেন কাটতেই চাইছে না। দল জিতছে সেটা ভালো কথা। অধিনাকত্বও তিনি খুবই ভালো করছেন, সেটাও অস্বীকার করার জায়গা নেই। কারণ ঠিক সময় ঠিক বোলিং চেঞ্জ, ফিল্ডিং পরিবর্তন করে প্রতিপক্ষের ওপর চাপ রাখছেন। তিলকের অনুরোধে নিজের জায়গাও ছেড়ে দিয়েছেন। কিন্তু একই সিরিজে ২বার ০ রানে আউট হলেন সূর্য।
আরও পড়ুন-‘ISLএ এত ভালো ফুটবল হয় জানতাম না, ট্রফি জিততে চাইব…’ বলছেন লালহলুদ তারকা সেলিস
হার্দিক-শিবমের প্রশংসায় অধিনায়ক
ম্যাচ শেষে বছরের প্রথম সিরিজ জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলছেন, ‘সবাই সেরা পারফরমেন্স দিয়েছে ম্যাচে। দর্শকরাও আমাদের পাশে ছিল সব সময়। ১০ রানে তিন উইকেট পরার পর আর পিছনের দিকে তাকাতে চাইনি। এক ওভারে তিন উইকেট হারানোটা বড় ধাক্কা ছিল। তবে যেভাবে হার্দিক আর দুবে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে সেটা খুবই ভালো বিষয় ছিল ’। শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানাকে নিয়ে আসা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে শিবমের হয়ে পুরস্কারও নেন সূর্য।
বোলারদের ওপর বিশ্বাস ছিল সূর্য
সূর্য আরও বলছেন, ‘আমরা ক্রিকেটারদের সব সময়ই বলে থাকি, যেভাবে নেটে প্র্যাকটিস করে থাকো সেভাবেই যেন ম্যাচে খেলে। আমার মনে হয় সঠিক দিকেই আমরা এগোচ্ছি। আমরা জানতাম পাওয়ারপ্লের পর খেলা কন্ট্রোল করতে পারব। আর কয়েকটা উইকেটও আমরা তুলে নিয়েছিলাম। ড্রিঙ্কসের পর তৃতীয় পেসার হিসেবে হর্ষিত রানা এসে উইকেট নেয়। মুম্বইতেও একইরকম ধুন্ধুমার ক্রিকেট খেলতে চাইব ’।