আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের জন্য এবার মনোনয়ন পেলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। বুধবার আইসিসি জুলাই মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থের মনোয়ন তালিকা প্রকাশ করেছেন। সেখানেই দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার এবং ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে মনোনয়ন পেয়েছেন শুভমন। সদ্য সমাপ্ত টেস্ট ক্রিকেটে চারটে সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলেছেন মাত্র ২৫ বছরের তরুণ। সুনীল গাভাসকারের রেকর্ড ছাপিয়ে গিয়েছেন দলের তরুণ ক্যাপটেন গিল।
টেস্টে গিলের দুর্ধর্ষ পারফরম্যান্স
সম্প্রতি শেষ হওয়া অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ম্যাচে ভারতকে অসাধারণ নেতৃত্ব দেন গিল। নানা সময় তাঁকে নিয়ে প্রশ্ন উঠলেও নিন্দুকদের রীতিমতো বোল্ড আউট করেছেন তাঁর পারফরম্যান্সে। শুধু নিজের পারফরম্যান্সের নিরিখেই নয়, দলের পারফরম্যান্সও দুর্দান্ত হয়েছে তাঁর অধিনায়কত্বে। ইংল্যান্ডের সঙ্গে প্রতিটি টেস্টেই জোর টক্কর দিয়েছেন গিল। ওভালের শেষ টেস্ট জিতে ২-২ ব্যবধানে ইংল্যান্ডের সঙ্গে ড্র করে তাঁর দল। সব দিক বিবেচনা করে জুলাই মাসে তাঁকেও মনোনয়ন দেওয়া হল প্লেয়ার অব দ্য মান্থের। তবে এবার কে শেষমেশ প্লেয়ার অব দ্য মান্থ হয়, সেটাই দেখার।
আরও পড়ুন - দুর্যোগে উত্তরকাশী… ‘দেবভূমি’র ভূমিপুত্র পন্তের কোন বার্তা? মন ছুঁলেন আরেক কারণে
কেরিয়ারে বেস্ট র্যাঙ্কিং পেলেন সিরাজ
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ওভালে ১৫তম স্থান অর্জন করলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্সের পর কেরিয়ারে একটা বড় মাইলস্টোন এনে দিল আইসিসি। ১২ ধাপ এগিয়ে এসে এখনও পর্যন্ত কেরিয়ারে বেস্ট পজিশনে রয়েছে সিরাজ। ওভালের ম্যাচে ভারতকে খুব কম রানের তফাতে জিতিয়ে ম্যাচ ড্র করেন ভারতীয় পেসার। সেদিনে তাঁর খেলার পর যারা ভারতের জেতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তাঁরাও ভুল স্বীকার করে নেন।
আরও পড়ুন - বিরিয়ানি নিয়ে 'হায়দরাবাদি' সিরাজের ডায়েট-রুল কী? টেস্টের আগে মাকে বলেছিলেন...
সিরাজের ‘বিশ্বাস’
প্রসঙ্গত, ভারতের এই টেস্ট ম্যাচে খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে বাড়ি মাকে একটি কথা বলে এসেছিলেন সিরাজ। সেই কথা পরে সংবাদমাধ্যমকে বলেন তাঁর মা নিজেই। বাবার প্রয়াণের পর থেকেই মন খারাপ ছিল সিরাজের। এবারের টেস্ট ম্যাচের আগে বাবার জন্য ম্যাচ জিতবেন প্রতিজ্ঞা করেন সিরাজ। আর শেষমেশ সেই কথা রাখেনও।