ভারতের পেসার আকাশ দীপ বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা করে নিয়েছেন। ভারত এ দলের হয়ে দলীপ ট্রফির ম্যাচে ৯ উইকেট পাওয়ার পর আকাশের জাতীয় দলে সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে আকাশ তারকা পেসার মহম্মদ শামির কাছ থেকে মূল্যবান পরামর্শ লাভ করেছিলেন, যা তাঁকে দলীপ ট্রফিতে ৯টি উইকেট পেতে সাহায্য করেছিল এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ প্রশস্ত করেছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা করে নেওয়ায় স্বভাবতই খুশি আকাশ দীপ। মহম্মদ শামির চোট থাকার কারণে দলে একজন পেসারের জায়গা ফাঁকা ছিল। আকাশ নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে কোনও কসুর রাখেননি। দলীপ ট্রফির ম্যাচে আকাশ জ্বলে উঠেছিল, তাঁর ৯ উইকেট লাভ জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি ভারত বি-এর বিরুদ্ধে ভারত এ-এর হয়ে ১১৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন।