One World One Family Cup: চমকে দেওয়া বোলিং চামিন্ডা ভাস ও হরভজন সিংয়ের। দাদা ইউসুফের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ভাই ইরফান পাঠান।
সচিন তেন্ডুলকর ও যুবরাজ সিং। ছবি- স্ক্রিনগ্র্যাব।
শুধু মাঠে ফেরাই নয়, বরং ব্যাটে-বলে মাঠ মাতালেন সচিন তেন্ডুলকর। একই কথা প্রযোজ্য যুবরাজ সিংয়ের ক্ষেত্রেও। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি কাপে কিংবদন্তি ক্রিকেটারদের ফের দেখা গেল বাইশগজে দাপিয়ে বেড়াতে।
প্রথমত, সচিন ও যুবি ব্যাট-বল হাতে নজরকাড়া পারফর্ম্যান্স মেলে ধরেন। দু'দলের হয়ে হাফ-সেঞ্চুরি করেন দুই বিদেশি তারকা ড্যারেন ম্যাডি ও আলভিরো পিটারসেন। ইউসুফ-ইরফান দুই ভাইয়ের ছক্কার নমুনা দেখা যায় ফের একবার। চামিন্ডা ভাস চমকে দেওয়া বোলিং করেন। পাল্লা দিয়ে উইকেট তোলেন হরভজন সিং।
ম্যাচে টস জেতেন ওয়ান ওয়ার্ল্ড দলের ক্যাপ্টেন সচিন তেন্ডুলকর। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ওয়ান ফ্যামিলি দলকে। ওয়ান ফ্যামিলি দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ওপেন করতে নেমে ড্যারেন ম্য়াডি ৮টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন। অপর ওপেনার রমেশ কুলুবিতরনা ৪টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২২ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে মহম্মদ কাইফ ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ৯ রান করে আউট হন। চার নম্বরে ব্যাট করতে নেমে পার্থিব প্যাটেল ১৩ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। তিনি ৩টি চার মারেন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ইউসুফ পাঠান ২৪ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে যুবরাজ সিং ১০ বলে ২৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। জেসন ক্রেজা ২ ও অলোক কাপালি ১ রান করে নট-আউট থাকেন।
ওয়ান ওয়ার্ল্ডের হয়ে ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন হরভজন সিং। সচিন তেন্ডুলকর ২ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন। এছাড়া ১টি করে উইকেট নেন আরপি সিং, অশোক দিন্দা ও মন্টি পানেসর। ড্যানি মরিসন ১ ওভার বল করে ৭ রান খরচ করেন। উইকেট পাননি তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ওয়ান ওয়ার্ল্ড দল ম্যাচের মাত্র ১ বল বাকি থাকতে জয় তুলে নেয়। তারা ১৯.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তুলে ম্যাচ জিতে যায়। আলভিরো পিটারসেন ৫০ বলে ৭৪ রান করেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। সচিন ১৬ বলে ২৭ রান করেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। নমন ওঝা করেন ১৮ বলে ২৫ রান। তিনি ৪টি চার মারেন।