উত্তর প্রদেশ টি২০ লিগের প্রথম ম্যাচেই জয় পেল রিঙ্কু সিংয়ের মিরাট ম্যাভেরিক্স দল। ইউপি টি২০ লিগের উদ্বোধনী ম্যাচ ছিল রবিবার। সেখানে মিরাট দলের অধিনায়ক পদে ছিলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সে দীর্ঘদিন খেলা রিঙ্কু অধিনায়ক হিসেবেও সফল হলেন ঘরোয়া ক্রিকেটের এই লিগের ম্যাচে। দলকে জেতালেন ব্যাট হাতে, আর প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ঘুরিয়ে ফিরিয়ে ভালো বোলিং চেঞ্জও করলেন। সেই সুবাদেই ১০ ওভারের থেকেও বেশি বল বাকি থাকতে ম্যাচ সহজে জিতে নিল মিরাট ম্যাভেরিক্স ক্রিকেট দল। উত্তর প্রদেশ টি২০ লিগের এটি দ্বিতীয় সংস্করণ। সেখানে ভারতীয় দলের তারকাদের মধ্যে খেলছেন রিঙ্কু। এছাড়াও শিবম মাভির মতো চেনা মুখও খেলেন লিগে।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভার খেলে ১০০ রানেই অলআউট হয়ে যায় কাশি রুদ্র দল। আলমাস শৌকত করেন ২৫ রান। ৩৩ বলে ২৬ রান করেন ঘনশ্যাম উপাধ্যায়, ১৮ বলে ২১ রানের ইনিংস খেলে দলকে ভদ্রস্থ স্কোরে নিয়ে যান শিবম মাভি। যদিও এই রান ডিফেন্ড করার মতো ছিল না কখনই, আর সেটা করতেও পারেনি কাশির দলটি।
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকে মিরাট ম্যাভেরিক্স দল। মাত্র ৯ ওভারে তিন উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় রিঙ্কু সিংয়ের দল। ওপেনার আকাশ দুবে ১৪ বলে ১৯ রান করলেও আরেক ওপেনার নজর কাড়েন। স্বস্তিক চিকারা মাত্র ২৬ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মারেন ৫টি চার, আর ৬টি ছয়। রিঙ্কু সিংয়ের দলের এই ওপেনার মনে করিয়ে দিয়েছিলেন ২০২৩ আইপিএলের রিঙ্কুকেই। শেষদিকে অধিনায়ক রিঙ্কু নেমে ২ বল খেলেই দলের জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেন ৯ ওভারের মধ্যেই। ছয় মেরে ম্যাচ জেতালেন দলকে।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহীন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
অধিনায়ক হিসেবে রিঙ্কু সিং নিজের প্রথম ম্যাচেই জয় পেলেন। উত্তর প্রদেশ টি২০ ক্রিকেট লিগে মিরাট দলের অধিনায়কত্ব করেন রিঙ্কু সিং। মিরাট ম্যাভেরিক্স দল ৬৬ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল কাশি রুদ্র দলের বিরুদ্ধে। এবারের আইপিএলটা তেমন ভালো যায়নি রিঙ্কুর। ভারতীয় দলেও ছন্দে ছিলেন না। ঘরোয়া ক্রিকেট থেকেই ফের ফর্মে ফেরার লক্ষ্যে মরিয়া উত্তর প্রদেশের এই বাঁহাতি ব্যাটার।