টি২০ বিশ্বকাপ শুরুর কদিন আগেই জানা যায়, ভারতীয় দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং। এর আগে পর্যন্ত বিগত এক বছর ধরে ভারতীয় দলের ফিনিশারের দায়িত্ব সামলে আসছিলেন রিঙ্কু। বিরাট, রোহিতদের অনুপস্থিতিতে জিতিয়েছেন একাধিক ম্যাচ। ভালো ইনিংস খেলে ছিলেন দঃ আফ্রিকার বিপক্ষেও। এবারের আইপিএলটা ভালো যায়নি তাঁর। এদিকে দলে অলরাউন্ডারের সংখ্যা এবং স্পিনারের সংখ্যা বেশি রাখতে গিয়েই কম্বিনেশনগত কারণে রিঙ্কুকে দলের বাইরে রাখেন নির্বাচক এবং অধিনায়ক। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের ডেরায় চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
তবে উত্তরপ্রদেশের ব্যাটারের সেই দুঃসংবাদ ছিল বড় ধাক্কার। এতটাই মন খারাপ হয়েছিল তাঁর, যে নাইট কর্ণধার শাহরুখ খান নিজের সঙ্গেই মুম্বইতে ম্যাচ খেলতে রিঙ্কুকে নিয়ে গেছিলেন। এরই মধ্যে ভারতীয় দলের এই তারকা বলছেন, ওই ঘটনার পর অধিনায়ক রোহিত শর্মা তাঁকে কি বলেছিলেন।
আরও পড়ুন-গোল করলেন, করালেন! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
দলীপ ট্রফির দলেও রাখা হয়নি ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে। শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে সিরিজটাও তেমন ভালো যায়নি রিঙ্কু সিংয়ের। এরই মধ্যে এই ব্যাটার জানালেন, টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর কীভাবে তাঁকে রোহিত শর্মা শান্তনা দিয়েছিলেন। হিটম্যান তাঁকে বলেছিলেন, এখনও তাঁর যা বয়স তাতে অনেক টি২০ বিশ্বকাপ খেলতে পারবে।
আরও পড়ুন-পোল ভল্টে দশমবার বিশ্বরেকর্ড ভাঙলেন দুপ্লান্তিস! এবার পোল্যান্ডে টপকালেন ৬.২৬ মিটার…
রিঙ্কু সিং বলছেন, ‘আমায় রোহিত শর্মা এসেছিল বোঝানোর জন্য যে কোনও ব্যাপার নয়, তোর বয়সই বা এমন কি? আগে অনেক বিশ্বকাপ আছে, এভালেই পরিশ্রম করতে থাক। প্রত্যেক দুবছরে বিশ্বকাপ আসে, তাতেই মনযোগ কর। কোনও চাপ নেই, চিন্তা করিস না’। এভাবেই সেই সময় রিঙ্কু সিংয়ের মনোবল ফেরানোর চেষ্টা করেছিলেন হিটম্যান। স্কোয়াডে না থাকলেও অতিরিক্ত অর্থাৎ রিজার্ভ ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে ছিলেন রিঙ্কু সিং।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের
ভারতীয় দলের তারকা বিরাট কোহলির থেকে মাঝেমধ্যেই ব্যাট চাইতে দেখা যায় রিঙ্কু সিংকে। তাই রোহিতের পাশাপাশি কোহলির প্রতিও যে তাঁর একটা আলাদা ভালোবাসার জায়গা রয়েছে, তা স্বীকার করতে ভোলেননি রিঙ্কু। তাঁর কথায় রোহিত শর্মার অধিনায়ক ভালো লাগলেও বিরাট কোহলির আগ্রাসনও ভালো লাগে তাঁর। কারণ কখনও কখনো দলকে নেতৃত্ব দেওয়ার সময় আগ্রাসনেরও দরকার লাগে।