শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গেছে দলগুলি। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ৩০ নভেম্বর। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ৪ ডিসেম্বর গ্ৰুপের শেষ ম্যাচ রয়েছে আমিরশাহির বিরুদ্ধে। সেই ম্যাচেই রয়েছে কলকাতা যোগ। সেটা হলেন সন্তোষপুরের ছেলে রচিত ঘোষ। তবে তিনি খেলবেন ভারতের বিপক্ষে। টিম ইন্ডিয়াকে মুখোমুখি হতে হবে রচিতের ফাস্ট ইনসুইংয়ের। অনূর্ধ্ব ১৯ আমিরশাহির হয়ে খেলার সুযোগ পেয়েছেন এই বাঙালি পেসার। কর্মসূত্রে তাঁর বাবা-মা দুবাইয়ে থাকেন। রাচিতের ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকেই। কিছুদিন CAB ক্লাবে ক্রিকেট খেলেছিলেন তিনি। ক্রিকেটে তাঁর আইডল জসপ্রীত বুমরাহ।
এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রচিত বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেলতে নামাটা আমার কাছে আলাদা অনুভূতি। অবশ্যই এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে। নিজের দেশ নিয়ে তো আবেগ থাকবেই। কিন্তু যখন ম্যাচ খেলতে নামব তখন ভারত আমার প্রতিপক্ষই।’ সংযুক্ত আরব আমিরশাহি দলের প্রথম ম্যাচ রয়েছে ২৯ নভেম্বর। প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচের লক্ষ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। প্রতিযোগিতায় রচিত ভরসা রাখছে নিজের গতির উপর। তিনি বলেন, ‘নতুন বল দিয়ে বল করতে হবে আমাকে। বুমরাহ যে ভাবে বল করেন আমাকেও সেই ভাবে করতে হবে।’ উপমহাদেশীয় পাটা উইকেটে সফল হওয়ার বিষয়ে বেশ আশাবাদী রচিত। তিনি বলেন, ‘কেন সফল হব না, বুমরাহ-সিরাজরাও তো সফল হয়েছে।’
আমিরাশির দল বেশ শক্তিশালী। গত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল তারা। বাংলাদেশের কাছে হেরে একটুর জন্য হাতছাড়া হয়েছিল শিরোপা। তবে এবার বেশ আশাবাদী রচিত। তিনি বলেন, ‘আমি আগেরবার দলে ছিলাম না, তবে ফাইনাল হারের দুঃখ আমার মধ্যেও সমান ভাবে রয়েছে। এবার চাইব চ্যাম্পিয়ন হয়েই ফিরতে। আমরা প্রস্তুত।’ উল্লেখ্য, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সবচেয়ে সফলতম দল ভারত। তারা এখনও পর্যন্ত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে। শেষ ২০২১ সালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। শেষবার বাংলাদেশের বিরুদ্ধে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৈরি ভারত। এই প্রতিযোগিতায় নজর থাকবে টিম ইন্ডিয়ার বৈভব সূর্যবংশীর উপর। সদ্য IPL অকশনে তাকে ১.১০ কোটি টাকার বিনিময় দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।