শুক্রবার চিন্নাস্বামীতে গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলির ডুয়েল দেখতে চেয়েছিলেন যাঁরা, চমকে যান উলটপুরাণ দেখে। লড়াই-ঝগড়া তো দূরের কথা, ‘জাদু কি ঝাপ্পিতে’ দীর্ঘদিন ধরে জিইয়ে থাকা গম্ভীর সমস্যার বিরাট সমাধান করে ফেলেন দুই তারকা। একে অপরকে খেলার মাঠে গালিগালাজ করতে অভ্যস্ত দুই তারকা এমন ভ্যাবাচ্যাকা খাইয়ে দেবেন ক্রিকেটপ্রেমীদের, সেটা নিতান্তই অপ্রত্যাশিত ছিল।
স্বাভাবিকভাবেই গম্ভীর-কোহলির কোলাকুলি দেখে অবাক বিশেষজ্ঞরাও। বিশেষ করে ম্যাচের মাঝে ক্যামেরার সামনে যেভাবে দুই ক্রিকেটার নিজেদের মধ্যে তিক্ততা ঝেড়ে ফেলার চেষ্টা করেন, তা নেটিজেনদের মন গলায়। তবে ক্রিকেটপ্রেমীদের কাছে নিজেদের ভিন্নভাবে উপস্থাপনের এই চেষ্টা শাস্ত্রী-গাভাসকরদের কাছে নাটকীয় মনে হয়েছে নিশ্চিত। তাই ধারাভাষ্য দিতে বসে শাস্ত্রী মন্তব্য করেন যে, এখনই ফেয়ার প্লে-র ট্রফি দিয়ে দেওয়া হোক কেকেআরকে।
গাভাসকর আরও একটু এগিয়ে নিতান্ত মজার ছলে গম্ভীর-কোহলিকে অস্কার দেওয়ার দাবি তোলেন। এক্ষেত্রে সানিদের ইঙ্গিতটা পরিস্কার, কতটা আন্তরিক ছিল গম্ভীর-কোহলির সৌজন্য বিনিময়, সেটা বলা মুশকিল। তবে পরিবেশ পরিস্থিতিটাকে যথাযথ ব্যবহার করে নিজেদের ভাবমূর্তি বদলানোর চেষ্টায় কসুর করেননি গম্ভীররা।
অর্থাৎ, ঝোপ বুঝে কোপ মারেন গম্ভীররা। না হলে ম্যাচের আগে বিস্তর সময় এবং সুযোগ ছিল পারস্পরিক কুশল সংবাদ নেওয়ার। পরিবর্তে দুই তারকা স্ট্র্যাটেজিক টাইম-আউটে মাঠের মাঝে সলককে দেখানোর চেষ্টা করেন যে, কোথায় তিক্ততা? 'আমরা তো ভাই-ভাই।'
কী ঘটে চিন্নাস্বামীতে:-
আরসিবি বনাম কেকেআর ম্যাচের প্রথম ইনিংসের স্ট্র্যাটেজিক টাইম-আউটে গম্ভীর যখন নাইট ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে মাঠে নামেন, তখন ব্যাটসম্যান কোহলি মাঠেই উপস্থিত ছিলেন। গম্ভীর নিজে থেকে এগিয়ে যান বিরাটের দিকে। কোহলিকেও হাসি মুখে গৌতমের দিকে এগিয়ে যেতে দেখা যায়। দুই ক্রিকেটার একে অপরকে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন। গম্ভীর মেজাজের গৌতমের মুখে ছিল প্রসন্নতা। একগাল হাসি নিয়ে গম্ভীরের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা সারেন বিরাট।
শাস্ত্রী ও গাভাসকর কী মন্তব্য করেন:-
গম্ভীর-কোহলির কোলাকুলি দেখে রবি শাস্ত্রী বলেন, ‘কোহলি ও গম্ভীরের এই কোলাকুলির জন্য কেকেআরকে ফেয়ার-প্লে ট্রফি দেওয়া হোক।’
সুনীল গাভাসকর শাস্ত্রীর কথার রেশ ধরে বলেন, ‘শুধু ফেয়ার-প্লে ট্রফি নয়, ওদের একটা অস্কারও দেওয়া হোক।’
আরসিবি বনাম কেকেআর ম্যাচের ফলাফল:-
শুরুতে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। বিরাট কোহলি ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৩ রান করে নট-আউট থাকেন। ২টি করে উইকেট নেন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল।
জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৬.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে কেকেআর। বেঙ্কটেশ আইয়ার ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫০ রান করে আউট হন। সুনীল নারিন করেন ২২ বলে ৪৭ রান। তিনি ২টি চার ও ৫টি ছক্কা মারেন।