শুভব্রত মুখার্জি:- ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের একটি পোস্ট বেশ কয়েকদিন ধরেই ফাঁকা রয়েছে। শীঘ্রই সেই জায়গায় নতুন লোক দায়িত্ব নেবে। ইতিমধ্যেই যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ হয়ে গিয়েছে। অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক যে কমিটি রয়েছে তাতে নতুন সদস্য জুড়তে চলার কথাটি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। সম্প্রতি এই বিষয়টি তাঁর তরফে নিশ্চিত করা হয়েছে। ঘটনাচক্রে আগামী জুন মাসে সিনিয়র দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়েরও মেয়াদ শেষ হবে। এই পদেও নয়া নিয়োগের বিষয়ে আবেদনপত্র কিছুদিনের মধ্যেই প্রকাশ করবে বিসিসিআই বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। ফলে দ্রাবিড় যদি জাতীয় দলের কোচ যদি থাকতে চান তাহলে ফের তাঁকে আবেদন করতে হবে। কোচের বিষয়টি এখনও নিশ্চিত না করলেও নির্বাচক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়ে গিয়েছে।
আরও পড়ুন… কী কারণে কেএল রাহুলের উপর চটে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা? রিপোর্টে উঠে আসছে আসল কারণ
এই মুহূর্তে টিম ইন্ডিয়ার জন্য রয়েছেন চারজন পূর্ণ সময়ের নির্বাচক। এই প্যানেলে রয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। রয়েছেন শিবসুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, সলিল আঙ্কোলা। ফলে পঞ্চম নির্বাচকের জায়গাটি খালি রয়েছে। প্রায় বছর খানেক সময় এই চার নির্বাচকের কমিটি কাজ করছে বিসিসিআইয়ের হয়ে। এবার সেখানেই যুক্ত হতে চলেছেন নতুন এক সদস্য। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ আরও জানিয়েছেন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি এই নির্বাচক নিয়োগের ইন্টারভিউটি ইতিমধ্যেই করে ফেলেছে। এই কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা, সুলক্ষণা নায়েক এবং যতিন পরাঞ্জপে। জয় শাহ জানিয়েছেন, ‘নির্বাচক পোস্টের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি ইন্টারভিউ হয়ে গিয়েছে। আমরা শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করব।’
আরও পড়ুন… কালো হৃদয়ের ইমোজি কেন? সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের ইস্যুতে আফগান তারকার রহস্যময় বার্তা