মহম্মদ শামি এক ইউটিউব পডকাস্টে কথা বলতে গিয়ে ধোনির অবসর প্রসঙ্গে বলেছেন, ‘আমি মাহিভাইকে প্রশ্ন করেছিলাম, কখন ক্রিকেটারের অবসর নেওয়া উচিত। তখন ধোনি বলেছিল, প্রথমত যখন খেলতে আর ভালো লাগবে না, দ্বিতীয়ত যখন মনে হবে দল থেকে বের করে দেওয়া হবে।'
মহেন্দ্র সিং ধোনি। ছবি- পিটিআই
ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা নায়কদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিংহ ধোনি। সাফল্যের নিরিখে অধিনায়ক হিসেবে তাঁর আশেপাশে কেউই নেই বলা যায়। নিজের বর্ণময় কেরিয়ারে জিতেছেন তিনটি আইসিসি ট্রফি, তার মধ্যে রয়েছে জোড়া বিশ্বকাপ। এছাড়া আইপিএল জিতেছেন পাঁচবার। নিজে হাতে তৈরি করেছেন এক গুচ্ছ ক্রিকেটারকে, যারা ভারতীয় দলের জার্সিতে নজর কাড়ছেন। অন্যতম উদাহরণ এই মূহূর্তে, শিবম দুবে। এবারের আইপিএলে তাঁর দল তেমন নজর কাড়তে না পারলেও শেষদিকে মাঠে নেমে কয়েকটি ভালো ক্যামিও খেলেছেন এমএসডি। যদিও শারীরিক সমস্যা যে তাঁর রয়েছে, সেটা ভালোই বোঝা গেছে এবারের আইপিএলে। কারণ ম্যাচের মধ্যে কখনও পিঠে বেল্ট লাগাতে দেখা গেছে তাঁকে, আবার কখনও ম্যাচের শেষে পায়ে আইসব্যাগ লাগিয়ে বসে থাকতে দেখা গেছে।
এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ফিটনেস দেখে অনেকেই মনে করেছিলেন এবার হয়ত অবসরের কথা ঘোষণা করবেন তিনি। তাঁর দলের কোচ স্টিফেন ফ্লেমিং স্পষ্ট করে বলেছিলেন, বেশি চাপ দিতে গেলে এমএস ধোনিকে গোটা আইপিএলেই পাওয়া যাবে না। অর্থাৎ তাঁর ফিটনেসের দিকেই ইঙ্গিত করেছিলেন তিনি। এরই মধ্যে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি জানিয়ে দিলেন, কেন এখনও ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না এমএস ধোনি।
মহম্মদ শামি এক ইউটিউব পডকাস্টে কথা বলতে গিয়ে ধোনির অবসর প্রসঙ্গে বলেছেন, ‘আমি মাহিভাইকে প্রশ্ন করেছিলাম, কখন ক্রিকেটারের অবসর নেওয়া উচিত। তখন ধোনি বলেছিল, প্রথমত যখন খেলতে আর ভালো লাগবে না, দ্বিতীয়ত যখন মনে হবে লাথি মেরে দল থেকে বের করে দেওয়া হবে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হল, যখন তুমি আর খেলাকে উপভোগ করবে না, তখনই বুঝতে হবে এবার খেলা ছাড়ার সময় এসেছে। তখন একটা ভালো মূহূর্ত দেখে খেলা ছাড়তে হয়, কারণ শরীর জানান দিতে থাকে যে তোমার পক্ষে কোনও ফরম্যাটে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়’।
৪৩ বছর বয়স হয়ে গেলেও এখনও মহেন্দ্র সিং ধোনি খেলা উপভোগ করে যাচ্ছেন, তবে ফিটনেস আগের মতো না থাকায় অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়েকওয়াড়কে তিনি সিএসকে-তে বেছে নিয়েছেন। প্রাক্তন সতীর্থ শামির কথা থেকেই পরিষ্কার, ফিটনেস যদি ফের একবার ফিরে পান এমএস, তাহলে ২০২৫ আইপিএলে স্বমহিমায় দেখা যাবে পাঁচবারের আইপিএল জয়ী এই অধিনায়ককে।