এশিয়া কাপ আর কয়েকদিন পরই শুরু হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত আরবে চলবে এশিয়া কাপ। সেখানেই ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচে ভারতের তরফ থেকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরই একপ্রকার এশিয়া কাপের সূচি তৈরি হয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মাথায় পাক বোর্ডের প্রধান বসা সত্ত্বেও ভারত যেহেতু পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হয়ে গেছে, তাই অনেকেই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ।
পহেলগাঁওতে নৃশংসভাবে হিন্দুদের হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা। এরপর ভারতও পাল্টা জবাব দিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু এরপর তো কোনওভাবেই ক্রিকেটীয় সম্পর্ক আর সম্ভব ছিল না, কিন্তু কিছুদিন কাটতে না কাটতেই, তাল কাটল। ভারতের তরফে পাকিস্তান ম্যাচ খেলার সিদ্ধান্তের পরই বিসিসিআইয়ের ওপর ক্ষুব্ধ ভারতীয়দের একাংশ। কিছুদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডস লিগেও পাকিস্তান ম্যাচ বয়কট করেছিল ভারত। মনে করা হয়েছিল এই সিদ্ধান্ত থেকে হয়ত শিক্ষা নেবে ভারত, কিন্তু এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিতেই অনেকেই অবাক। কেউ কেউ মনে করছেন, এশিয়া কাপে লাভের পরিমাণ বেশি থাকাতেই ভারত-পাকিস্তান ম্যাচে সায় দেওয়া হয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়া নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি বলছেন, ‘আমি সব সময়ই বলেছি, কোনও জিনিস যদি হয় তাহলে সেটা পুরোপুরি হবে, আর যদি না হয়, তাহলে সেটা পুরোপুরি হবে না। যদি দ্বিপাক্ষিক সিরিজ না খেলা হয়, তাহলে আন্তর্জাতিক ইভেন্টেও খেলা উচিত নয়, বলেই আমার মনে হয়। কিন্তু বোর্ড আর সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে ’।
শনিবারই এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি এশিয়া কাপের সূচি প্রকাশ করে। এবারের এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে। ৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। আর বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং এবং আফগানিস্তান।
আর এই এশিয়া কাপে মোট তিনবার ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে। বলাই বাহুল্য, তিনবার দুই দল মুখোমুখি হলে বিজ্ঞাপনদাতা, সম্প্রচারকারি সংস্থা, দুই ক্রিকেট বোর্ড, এশিয়ান ক্রিকেট কাউন্সিলও অনেকটাই অর্থলাভের মুখ দেখবে। ভারতীয় দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে।