বাংলা নিউজ > ক্রিকেট > SL vs ZIM: তিন বছর বাদে লঙ্কার T20 দলে ফিরলেন ম্যাথিউস, অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হাসারাঙ্গার
পরবর্তী খবর
SL vs ZIM: তিন বছর বাদে লঙ্কার T20 দলে ফিরলেন ম্যাথিউস, অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হাসারাঙ্গার
1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2024, 11:41 PM ISTTania Roy
বিশ্বকাপ সামনে এলেই কি ম্যাথিউসের শরণাপন্ন হয় শ্রীলঙ্কা? আরও একবার সেই প্রশ্নটাই উঠে এসেছে। ২০২১ সালের পর থেকেই সাদা বলের কোনও সংস্করণেই সুযোগ পাচ্ছিলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন গত বছর। তাও বিশ্বকাপের আগে আগেই। তিনি লঙ্কা বাহিনীর হয়ে বিশ্বকাপও খেলেন।
অ্যাঞ্জেলো ম্যাথিউস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দলে ফেরাল শ্রীলঙ্কা। প্রায় তিন বছর পর এই সংস্করণে দেশের হয়ে খেলার সুযোগ পেতে চলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৬ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ম্যাথিউস ছাড়াও ফিরেছেন আরও বেশ কয়েক জন তারকা।
বিশ্বকাপ সামনে এলেই কি ম্যাথিউসের শরণাপন্ন হয় শ্রীলঙ্কা? আরও একবার সেই প্রশ্নটাই উঠে এসেছে। ২০২১ সালের পর থেকেই সাদা বলের কোনও সংস্করণেই সুযোগ পাচ্ছিলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন গত বছর। তাও বিশ্বকাপের আগে আগেই। তিনি লঙ্কা বাহিনীর হয়ে বিশ্বকাপও খেলেন।
২০২১ সালের মার্চে উইন্ডিজের বিপক্ষে শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ম্যাথিউস। ওই সময়ে লঙ্কান দলের অধিনায়ক ছিলেন তিনি। প্রায় তিন বছর পর আবার তিনি লঙ্কা দলে ফিরলেন।
আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আগেই সংক্ষিপ্ততম ফর্ম্যাটের দলে ফেরানো হল তাঁকে। এখনও পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৭৮টি টি-টোয়েন্টি খেলে ৫টি হাফসেঞ্চুরি করেছেন ম্যাথিউস। তাঁর সংগ্রহ ১ হাজার ১৪৮ রান। স্ট্রাইক রেট ১১৭.৭৪। ওভার প্রতি প্রায় ৭ করে রান দিয়ে নিয়েছেন ৩৮ উইকেট।
ম্যাথিউসের মতো ২০২১ সালের পর টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন দুই স্পিনার আকিলা ধনঞ্জয় এবং কামিন্দু মেন্ডিসও। আর গত অক্টোবরে এশিয়ান গেমসে খেলা পেসার নুয়ান থুসারা জায়গা করে নিয়েছেন ।
এদিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন দুনিথ ওয়েলালাগে এবং চামিকা করুণারত্নে। পাথুম নিসঙ্কাকে দলে রাখা হলেও, তাঁর খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। জিম্বাবোয়ে সিরিজ দিয়ে শুরু হবে লঙ্কানদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। অধিনায়ক হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গার পথ চলা শুরু হবে এই সিরিজ থেকে। দাসুন শানাকার জায়গায় হাসারাঙ্গাকে অধিনায়ক করা হয়েছে। নেতৃত্ব থেকে সরানো হলেও, শানাকাকে দলে রাখা হয়েছে। প্রসঙ্গত, আগামী রবিবার শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৬ এবং ১৮ জানুয়ারি।