শুভব্রত মুখার্জি:- ২০২৩ সালটা ব্যাটার শুভমন গিলের জন্য বেশ ভালোই কেটেছে। সাদা বলের ক্রিকেটে বিশেষ করে ওয়ানডে এবং টি-২০ ফর্ম্যাটে বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। যদিও লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে সেই ফর্মে তাঁকে পাওয়া যায়নি। গত আইপিএলে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৯০ রান। ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তিনি। ২০২৩ সাল শেষ হয়েছে। শুরু হয়েছে নতুন একটা বছর। ২০২৪ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। পাশাপাশি আইপিএলে তিনি নেতৃত্ব দেবেন গুজরাট টাইটানস দলকে। আর নতুন বছরের আগেই কী ছিল তাঁর সংকল্প, কী হতে চলেছে তাঁর সংকল্প তা হাতে লিখে ভক্তদের সঙ্গে শেয়ার করলেন শুভমন গিল। শেয়ার করলেন তাঁর হাতে লেখা একটি চিরকুটও।
শুভমন গিল নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের নতুন বছরের সংকল্প সম্পর্কে লিখতে গিয়ে জানিয়েছেন, ‘২০২৩ বছর প্রায় শেষের মুখে। এই বছরটা আমাকে অনেক রকম অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়েছে। বেশ কিছু মজাদার মুহূর্ত ছিল। অনেক কিছু শিখতে পেরেছি আমি এই বছরে। বছরের শেষটা যেমনভাবে পরিকল্পনা করেছিলাম তেমনভাবে হয়নি। তবে আমি এটাই বলতে পারি আমরা আমাদের কোন কোন লক্ষ্যপূরণ করেছি আর কোন কোন লক্ষ্যের খুব কাছে এসেছি আমরা। আমরা আমাদের সেরাটা উজাড় করে দিয়েছি। যে বছরটা আসছে সেটার একটা আলাদা চ্যালেঞ্জ থাকবেই। থাকবে অনেক বেশি সুযোগও।’
তিনি আরও লেখেন, ‘আশা করছি ২০২৪ সালেও আমরা আমাদের লক্ষ্যের কাছে পৌঁছাতে পারব। নিজেদের লক্ষ্য আমরা অ্যাচিভ করতে পারব। আমি আশা রাখছি তোমরা (ভক্তরা) সকলেই যা করছ বা করবে তাতে তোমরা অনেক বেশি আনন্দ, ভালোবাসা এবং শক্তি পাবে।’ ২০২৩ সালের যে ‘টু-ডু লিস্ট’ অর্থাৎ কি করব তা একটি সাদা কাগজে লিখে রেখেছিলেন শুভমন গিল। যা তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘ভারতের হয়ে বিশ্বকাপ জয়, কমলা টুপি (আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক) জয়, আমার পরিবারকে খুশি করা, নিজের প্রতি কম কঠোর হওয়া এবং ভারতের হয়ে সর্বোচ্চ শতরান' করাই ছিল আমার লক্ষ্য।’ উল্লেখ্য গোটা বছরে ৭ টি শতরান করেছেন শুভমন গিল। বিরাট কোহলির থেকে মাত্র একটি শতরান কম। পাশাপাশি আইপিএলেও তিনি কমলা টুপি জিতেছিলেন।