বাংলা নিউজ > ক্রিকেট > করুণ নায়ারও বলেছিল ওটা ছক্কা… DC-র কাছে হেরে আম্পায়ারের উপর চটলেন PBKS-এর সহ-মালিক প্রীতি জিন্টা
পরবর্তী খবর
করুণ নায়ারও বলেছিল ওটা ছক্কা… DC-র কাছে হেরে আম্পায়ারের উপর চটলেন PBKS-এর সহ-মালিক প্রীতি জিন্টা
2 মিনিটে পড়ুন Updated: 25 May 2025, 10:09 AM ISTSanjib Halder
তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রেগে গেলেন প্রীতি জিন্টা। সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ প্রকাশ করলেন পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার।
DC-র কাছে হেরে আম্পায়ারের উপর চটলেন PBKS-এর সহ-মালিক প্রীতি জিন্টা (ছবি- PTI)
তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রেগে গেলেন প্রীতি জিন্টা। সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ প্রকাশ করলেন পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার।
পঞ্জাব কিংসের সহ-মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তৃতীয় আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। ম্যাচের ১৫তম ওভারের এক ঘটনায় সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি জানান, এত বড় ও হাই-প্রোফাইল টুর্নামেন্টে এ ধরনের ভুল একেবারেই অগ্রহণযোগ্য।
ছক্কা নয়, এক রান — বিতর্কিত সিদ্ধান্ত
পঞ্জাব কিংসের ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে মোহিত শর্মাকে ছয় মারেন শশাঙ্ক সিং। এমনটাই মনে হচ্ছিল সকলের। এমনকি বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার করুণ নায়ারও ছক্কার ইঙ্গিত দিয়েছিলেন। আসলে করুণ নায়ার তখন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ার ভিডিয়ো রিপ্লে দেখে নিশ্চিত হন যে করুণের পা বাউন্ডারিতে লাগেনি এবং তিনি বলটিকে সীমানার ভিতরেই ধরে ফেলেছিলেন। তাই পঞ্জাব কিংসকে দেওয়া হয় মাত্র এক রান।
তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রীতি জিন্টা
ম্যাচ শেষে এক ভক্তের টুইটের জবাবে প্রীতি জিন্টা এক্স (টুইটার)-এ লেখেন, ‘এত উচ্চ পর্যায়ের একটি টুর্নামেন্টে, যেখানে তৃতীয় আম্পায়ারের হাতে এত প্রযুক্তি রয়েছে, সেখানে এমন ভুল মেনে নেওয়া যায় না। আমি ম্যাচের পর করুণের সঙ্গে কথা বলেছি এবং উনি নিজেই নিশ্চিত করেছেন যে এটা নিশ্চিতভাবেই ছয় ছিল! আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি!’
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছয় উইকেটে পরাজয়ের ফলে IPL 2025-এ পঞ্জাব কিংসের শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হবে এবং তার সঙ্গে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে, যাতে সেই ফলাফল পঞ্জাবের পক্ষে যায়।
কারণ গ্রুপ লিগে নিজেদেরশেষ ম্যাচে জয় পেলেও শীর্ষ দুই নিশ্চিত হবে না পঞ্জাবের। যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বড় ব্যবধানে জেতে এবং গুজরাট টাইটান্স (GT) চেন্নাই সুপার কিংসকে (CSK) হারায়, তাহলে RCB ও GT সরাসরি কোয়ালিফায়ার ১-এ চলে যাবে এবং পঞ্জাব কিংসকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচে।
পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৬/৮ রান তোলে। শ্রেয়স আইয়ার করেন ৫৩ রান এবং শেষ দিকে মার্কাস স্টইনিস ঝড়ো ৪৪ রান করেন মাত্র ১৭ বলে, যার মধ্যে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সমীর রিজভি মাত্র ২৫ বলে করেন দুর্দান্ত অপরাজিত ৫৮ রান। করুণ নায়ার যোগ করেন ৪৪ রান। ম্যাচের সেরা নির্বাচিত হন সমীর রিজভি।