বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ব্যাট হাতে রান করতে ব্যর্থ হলেন ট্র্যাভিস হেড। এই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। এর আগে অ্যাডিলেড এবং ব্রিসবেনে শতরান করেছিলেন তিনি। তবে মেলবোর্নে তাঁকে খাতাই খুলতে দেননি জসপ্রীত বুমরাহ। এর আগে যতবার ক্রিজে সেট হওয়ার সুযোগ পেয়েছেন হেড ততবার ভয়ঙ্কর হয়ে উঠেছেন ভারতের জন্য। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪১ বলে ১৪০ রান করেছিলেন তিনি। যার সুবাদে অস্ট্রেলিয়া সেই টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল। এরপর গাব্বায় তৃতীয় টেস্টেও জ্বলে ওঠে তাঁর ব্যাট। প্রথম ইনিংসে ১৬০ বলে ১৫২ রান করেন তিনি। যদিও বৃষ্টির কারণে বারবার বিঘ্ন ঘটায় ম্যাচটি ড্র ঘোষিত হয়।
মেলবোর্নে চতুর্থ টেস্টটি দু’দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো না হলেও পরের দিকে কামব্যাক করেন ভারতের বোলাররা। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরাহ। এদিনও সেই একই মেজাজে পাওয়া গেল তাঁকে। ভারতের সামনে ভিলেন হয়ে ওঠার আগেই ট্র্যাভিস হেডকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন তিনি। এদিন ৫ নম্বরে ব্যাট করতে এসে ৭ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান হেড। বুমরাহের বল বুঝতেই পারেননি তিনি। বল বাইরের দিকে সুইং করবে ভেবে ছেড়ে দেন হেড। কিন্তু বলটি ভেতর দিকে সুইং করে সোজা স্টাম্পে গিয়ে বেল উড়িয়ে দেয়। এনিয়ে চলতি সিরিজে মোট ৩ বার হেডকে আউট করলেন বুমরাহ। শেষে অবধি ৯৯ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছিল ভারত। যেই কারণে বর্তমানে সিরিজের ফলাফল ১-১। চতুর্থ টেস্ট জিতে লিড নিতে মরিয়া দু’পক্ষই। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তারা করেছে মোট ৪৭৪। প্রথম দিন দুরন্ত ব্যাটিং করেন দুই ওপেনার স্যাম কনস্টাস (৬০) এবং উসমান খোয়াজা (৫৭)। ৩ নম্বরে ভালো ব্যাট করেন মার্নাস ল্যাবুশান (৭২)। তারপরে যদিও ১৪০ করে ভারতকে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে দেন স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনের শেষে ভারত ৫ উইকেটে ১৬৪ রান করে ধুঁকছে। ফলো-অন বাঁচবে কিনা, সেটাও নিশ্চিত নয়।