দলীপের মঞ্চে ব্যাজবল ক্রিকেটের আদর্শ নমুনা পেশ করলেন ইশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়রা। ফলে ইন্ডিয়া-বি দলের বিরুদ্ধে দলীপ ম্যাচের প্রথম দিনে শক্ত ভিত গড়ে ফেলে ইন্ডিয়া-সি দল। ইশান ও রুতুরাজ ছাড়াও ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে নজর কাড়েন বাবা ইন্দ্রজিৎ। ইন্ডিয়া-বি দলের হয়ে প্রথম দিনে চমকপ্রদ বোলিং করেন মুকেশ কুমার।
অনন্তপুরে দলীপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া-সি দলের বিরুদ্ধে টস জেতেন ইন্ডিয়া-বি দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন। তিনি টস জিতে শুরুতে ব্যাট করতে পাঠান ইন্ডিয়া-সি দলকে। প্রথম দিনের শেষে ইন্ডিয়া-সি দল তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান তোলে। তারা ব্যাট করে সাকুল্যে ৭৯ ওভার। অর্থাৎ, ওভার প্রতি ৪.৫১ রান সংগ্রহ করে ইন্ডিয়া-সি দল।
ঝোড়ো শতরান করেন ইশান কিষান। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন বাবা ইন্দ্রজিৎ। চোট পেয়ে একবার মাঠ ছাড়ার পরে পুনরায় ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় দাঁড়িয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায়।
ইশান ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। প্রথম দিনের চায়ের বিরতির পরে ইশান ব্যক্তিগত শতরান পূর্ণ করেন মাত্র ১২০ বলে। সাহায্য নেন ১৪টি চার ও ২টি ছক্কার। শেষমেশ ১২৬ বলে ১১১ রান করে আউট হন ইশান। মারেন ১৪টি চার ও ৩টি ছক্কা।
আরও পড়ুন:- Duleep Trophy 2024: যেমন তেমন ব্যাট চালিয়ে দুমড়ে দেওয়ার চেষ্টা, রিয়ানকে ফাঁদে ফেলে হুঙ্কার আর্শদীপের- ভিডিয়ো
বাবা ইন্দ্রজিৎ ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৪টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে। তিনি শেষ পর্যন্ত ব্যক্তিগত ৭৮ রানে সাজঘরে ফেরেন। ১৩৬ বলের ইনিংসে ইন্দ্রজিৎ মোট ৯টি চার মারেন। ইন্দ্রজিৎ ইন্ডিয়া-ডি টিমের বিরুদ্ধে গত ম্যাচের প্রথম ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেছিলেন। সেই ইনিংসে তিনি ৭২ রান করে আউট হন। সুতরাং, দলীপের পরপর ২টি ম্যাচে ব্যাট হাতে নজর কাড়েন ইন্দ্রজিৎ।
আরও পড়ুন:- Ishan Kishan Hits Century: দলীপে মাঠে নেমেই মারকাটারি সেঞ্চুরি ইশান কিষানের, কড়া চ্যালেঞ্জ ছুঁড়লেন নির্বাচকদের
রুতুরাজ গায়কোয়াড় ওপেন করতে নেমে ২ বলে ৪ রান করে চোট পেয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ মাঠ ছাড়েন। পরে পুনরায় ব্যাট করতে নামেন রুতু। তিনি প্রথম দিনের শেষে অপরাজিত থাকেন ৫০ বলে ৪৬ রান করেন। ইন্ডিয়া-সি টিমের ক্যাপ্টেন এমন আগ্রাসী ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস হেড- ভিডিয়ো
এছাড়া ৭৫ বলে ৪৩ রান করে আউট হন সাই সুদর্শন। তিনি ৮টি চার মারেন। ৬৭ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন রজত পতিদার। তিনিও ৮টি চার মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১২ রান করে আউট হন উইকেটকিপার অভিষেক পোড়েল। ১১ বলে ৮ রান করে নট-আউট থাকেন মানব সুতার। তিনি ২টি চার মেরেছেন।
ইন্ডিয়া-বি দলের হয়ে প্রথম দিনে ৭৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন মুকেশ কুমার। ৭৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন নভদীপ সাইনি। ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন রাহুল চাহার।