বাংলা নিউজ > ক্রিকেট > KKR's Target in IPL 2025 Auction: সল্টকে নিয়ে শাঁখের করাতে, টার্গেটে ভারতীয় পেসার, নিলামে KKR ব্যাক-আপ কী হবে?
পরবর্তী খবর

KKR's Target in IPL 2025 Auction: সল্টকে নিয়ে শাঁখের করাতে, টার্গেটে ভারতীয় পেসার, নিলামে KKR ব্যাক-আপ কী হবে?

গতবার কেকেআরের স্কোয়াডের পুনর্মিলন হবে এরকমভাবে? উত্তর মিলতে পারে আজ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আইপিএলের মেগা নিলামের আগে শাঁখের করাতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারইমধ্যে নিজেদের পুরনো স্কোয়াডকে যতটা এক রাখা যায়, সেই চেষ্টা করবে নাইট ব্রিগেড। নিলামে কাদের জন্য ঝাঁপাতে পারে কেকেআর? ব্যাক-আপ কারা হতে পারেন?

স্বপ্ন অনেক বড়। কিন্তু হাতে পড়ে মাত্র ৫১ কোটি টাকা। সেই পরিস্থিতিতে আইপিএলের মেগা নিলাম থেকে কোন কোন খেলোয়াড়কে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিতে পারবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। কেকেআর নিশ্চিতভাবে গতবার আইপিএল জেতানো স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কে ফিরিতে আনতে চাইবে। কিন্তু একাধিক ফ্র্যাঞ্চাইজির হাতে এত টাকা আছে যে আদৌও সেটা সম্ভব হবে কিনা, তা আগে থেকে হলফ করে বলা সম্ভব নয়। তাও সেইসব বিচার করে কেকেআর কোন কোন খেলোয়াড়দের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে, তাঁদের না পেলে কারা বিকল্প হবেন, সেই তালিকা দেখে নিন।

হাতে ৫১ কোটি টাকা, নেই RTM কার্ড

ছ'জনকেই রিটেন করায় কেকেআরের হাতে কোনও ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) কার্ড নেই, যা দিয়ে পুরনো খেলোয়াড়কে ফিরিয়ে আনা যাবে। হাতে পড়ে আছে মাত্র ৫১ কোটি টাকা। ছয় বিদেশি-সহ ১৯ জনের স্লট ফাঁকা আছে। কেকেআর অবশ্য স্লট পূরণের পিছনে দৌড়ায় না সেভাবে। জোর দেয় নিজেদের প্রয়োজনীয় খেলোয়াড়দের উপরে। 

আর সেটার নিরিখে যে ছয়জনকে রিটেন করেছে কেকেআর, তাঁরা প্রথম একাদশে নিশ্চিতভাবে থাকবেন (চোট-আঘাত বা অন্য কারণ বাদ দিয়ে)। তাঁরা প্রথম একাদশে আছেন ধরে নিলামে কেকেআর কোন কোন জায়গায় খেলোয়াড় নিতেই হবে, সেটা দেখে নিন - (ওপেনার/উইকেটকিপার), সুনীল নারিন, (নম্বর ৩), (নম্বর ৪), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, (ভারতীয় পেসার ও ভারতীয় স্পিনার) এবং (বিদেশি পেসার)

নিখুঁত ‘ডিশের’ জন্য সল্ট চাই KKR-র

আর সেই পরিস্থিতিতে মেগা নিলামে কেকেআর অন্যতম টার্গেট হলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ফিল সল্ট। যিনি গত মরশুমে ওপেন করতে নেমে ১২টি ম্যাচে ৪৩৫ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৮২। সেই পরিস্থিতিতে কেকেআর মরিয়া হয়ে তাঁকে দলে ফেরাতে চাইবে। গতবার যা খেলেছেন আর এখন যা ফর্মে আছেন, তাতে সল্টের দর নেহাত কম উঠবে না (বেস প্রাইজ দু'কোটি টাকা)। 

তবে কেকেআরের জন্য একটাই ভালো ব্যাপার যে মেগা নিলামে সল্টের নাম ৩১ নম্বরে উঠবে। তাঁর আগে একাধিক তারকা আসবেন। কয়েকজনকে নিতে তো একাধিক ফ্র্যাঞ্চাইজি টাকার ফোয়ারা ছোটাতে পারে। সেক্ষেত্রে সল্টের নাম যখন আসবে, তখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির হাতেও টাকা কমে যাবে। আর সেটাই কেকেআরের পক্ষে লাভজনক হতে পারে।

আরও পড়ুন: IPL 2025 Mega Auction: মেগা অকশনে কোনও RTM কার্ড থাকছে না KKR এবং RR-এর হাতে, জানুন পুরো নিয়ম

সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সল্টের আগেই নিলামে এমন কয়েকজনের নাম (মিচেল স্টার্ক বা কোনও বিদেশি পেসার, বেঙ্কটেশ আইয়ার) আছে, যাঁরা কেকেআরের ‘টার্গেট’ লিস্টে আছেন। ফলে সল্টের নাম ওঠার সময় নাইটদের হাতে কত টাকা থাকবে, সেটাও একটা বড় ব্যাপার। তাছাড়া সব ফ্র্যাঞ্চাইজিই জানে যে কেকেআর সল্টকে নিতে চাইছে। তাই ইচ্ছা করে বিড করে সল্টের দামটা বাড়িয়ে দিতে পারে।

সল্টের বিকল্প হিসেবে কাকে টার্গেট করতে পারে KKR?

কেকেআরের ‘টার্গেটে’ থাকতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (বেস প্রাইজ দু'কোটি টাকা)। তবে তাঁকে পাওয়া দুষ্কর আছে। সল্টের আগেও তাঁর নাম আছে। তাই কেকেআর অস্ট্রেলিয়ার তরুণের জন্য একটা স্তর পর্যন্ত ঝাঁপাতে পারে। 

বরং সল্ট চলে যাওয়ার পরে প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে যিনি ওপেন করেছিলেন, সেই রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে নিতে চাইবে কেকেআর। তাঁর নাম ২৯ নম্বর উঠবে। বেস প্রাইজ দু'কোটি টাকা। তাঁকে পেতে বেশি কসরতও করতে হবে না সম্ভবত। আবার ভারতীয় বিকল্প হিসেবে ইশান কিষানকে টার্গেট করতে পারে কেকেআর (বেস প্রাইজ দু'কোটি টাকা)। ঠিক সল্টের আগেই নাম উঠবে ঝাড়খণ্ডের তারকার।

আইয়ার, অংকৃষ এবং নীতীশ - মিডল অর্ডার

সল্টের মতোই চোখ বন্ধ করে বেঙ্কটেশ আইয়ারকে ফেরাতে চাইবে কেকেআর। গত মরশুমে কেকেআরের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন। ১৩টি ইনিংসে ৩৭০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫৮.৭৯। গুরুত্বপূর্ণ সময় চারটি অর্ধশতরান করেছিলেন। প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে দলকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কেকেআরের ‘ঘরের ছেলে’। কিন্তু তাঁকে ফেরানোর কাজটা সহজ নয়। ২১ নম্বরে তাঁর নাম উঠবে। বেস প্রাইস দু'কোটি টাকা। একাধিক ফ্র্যাঞ্চাইজি যে তাঁর জন্য ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বেঙ্কটেশের পাশাপাশি তিন নম্বরে ব্যাটিংয়ের জন্য কেকেআরের নজরে থাকতে পারেন ২০ বছরের অংকৃষ রঘুবংশী। গতবার ২০ লাখ টাকায় নেওয়ার পরে কয়েকটি ম্যাচে তিনে তাঁকে খেলানো হয়েছিল। সাতটি ইনিংসে সার্বিকভাবে স্ট্রাইক রেট ১৫৫-র উপরে ছিল। এবার মেগা নিলামে তাঁর নাম ৪৯ নম্বরে উঠবে। বেস প্রাইস ৩০ লাখ টাকা।

আরও পড়ুন: IPL 2025 Auction: জিও সিনেমার মক অকশনে ঋষভ পন্তের দাম উঠল ৩৩ কোটি, শ্রেয়সকে দলে ফেরাল KKR

সেইসঙ্গে নীতীশ রানাকে ফেরাতে চাইবে কেকেআর (বেস প্রাইজ ১.৫ কোটি টাকা, ৯৫ নম্বরে নাম উঠবে)। ২০১৮ সাল থেকে লাগাতার প্রতি মরশুমে ৩০০-র বেশি রান করে যাচ্ছেন। যদিও ২০২৪ সালে সেরকম সুযোগ হয়নি। মাত্র দুটি ইনিংসে ব্যাটিং করেছিলেন। তাও নিজেদের মিডল অর্ডারকে মজবুত করতে তাঁকে ফেরানোর চেষ্টা করবে কেকেআর। 

ক্যাপ্টেন রানা!

আর নীতীশ কেকেআরের ‘লিডারশিপ গ্রুপ’-রও সদস্য ছিলেন। ২০২৩ সালে শ্রেয়স আইয়ার যখন চোটের জন্য ছিটকে গিয়েছিলেন, তখন নেতৃত্ব দিয়েছিলেন কেকেআরের। আর এবার কেকেআরের ক্যাপ্টেনও লাগবে। কিন্তু সম্ভাব্য ক্যাপ্টেনদের মধ্যে যে ঋষভ পন্ত, শ্রেয়স, কেএল রাহুলরা আছেন, তাঁদের নাইট ব্রিগেড যে পাবে না, তা মোটামুটি নিশ্চিত বলা যায়। সেক্ষেত্রে নীতীশকে নিয়ে অধিনায়কত্বের প্রশ্নে ইতি টানতে পারে কেকেআর।

বৈভব অরোরা ও ভারতীয় পেসার

তবে শুধু ব্যাটিং, বোলিংয়েরও ক্ষেত্রে ‘ঘরের ছেলে’-কে ফেরানোর ক্ষেত্রে জোর দিতে পারে কেকোর। আবেশ খান, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো খেলোয়াড়রা থাকলেও কেকেআর সম্ভবত বৈভব অরোরার জন্য ঝাঁপাবে। তাঁর উপরে কেকেআর ম্যানেজমেন্টের যথেষ্ট আস্থা আছে। বল যখন সুইং করে, তখন কী করতে পারেন, তা ২০২৪ সালে ভালোভাবেই দেখিয়েছেন। ৬৯ নম্বরে তাঁর নাম উঠবে। বেস প্রাইজ ৩০ লাখ টাকা। 

আরও পড়ুন: IPL Auction Talk In BGT: পার্থে আইপিএল নিলামের কথা তুলে স্লেজিং লিয়নের, ২টি শব্দে যোগ্য জবাব ঋষভ পন্তের- ভিডিয়ো

তাছাড়া ভারতীয় পেসার হিসেবে আকাশদীপ (বেস প্রাইজ ১.৫ কোটি টাকা), মুকেশ কুমারদের (দু'কোটি টাকা) টার্গেট করতে পারে কেকেআর। কিন্তু তাঁদের নাম ১০০-র গণ্ডি পেরনোর পরে উঠবে। ফলে হাতে কত টাকা আছে, তার উপরে নির্ভর করবে যে বাংলার দুই পেসারের মধ্যে কেকেআর কারও জন্য ঝাঁপাবে কিনা। আর কেকেআর সম্ভবত শাকিব হুসেনকেও ফিরিয়ে আনবে। গতবার শাকিব অস্ত্রে শান দিয়েছে কেকেআর। এবার সেটা কাজে লাগাতে চাইবে।

কিন্তু বিদেশি পেসার কে? স্টার্ক নাকি অন্য কেউ?

গতবার মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কেনার পরে প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে যা খেলেছিলেন মিচেল স্টার্ক, তাতে তাঁকে এবারও রেখে দিতে চাইবে কেকেআর। তবে সেটা পারবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। নিলামে ছয় নম্বরে উঠবে তাঁর নাম। বেস প্রাইজ দু'কোটি টাকা। একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য ঝাঁপাতে পারে। সেক্ষেত্রে কেকেআরকে পিছিয়ে আসতে হবে। আগেরবার যেমন অল-আউট ঝাঁপিয়েছিল, এবার সেটা করতে পারবে না।

সেই পরিস্থিতিতে স্টার্কের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি (বেস প্রাইস ১.২৫ কোটি টাকা, ১০৫ নম্বরে নাম), ট্রেন্ট বোল্টকে (বেস প্রাইস দু'কোটি টাকা, ৩৪ নম্বরে নাম) টার্গেট করতে পারে কেকেআর। 

তাছাড়া কাকে কাকে টার্গেট করতে পারে KKR?

১) রাহুল ত্রিপাঠী: তিন নম্বর বা মিডল অর্ডারের ব্যাটিংয়ের জন্য। বেস প্রাইজ ৭৫ লাখ টাকা।

২) আল্লাহ গজনফর: রহস্য স্পিনার তিনি। গতবার কেকেআরেই ছিলেন। বেস প্রাইস ৭৫ লাখ টাকা।

৩) শেরফান রাদারফোর্ড: গতবার কেকেআরে ছিলেন। রাসেলের বিকল্প হিসেবে ক্যারিবিয়ান তারকাকে নিতে পারে কেকেআর। বেস প্রাইস ১.৫ কোটি টাকা।

৪) আজমতউল্লাহ ওমরজাই: রাসেলের ব্যাক-আপ হিসেবে তাঁকে নিতে পারে কেকেআর। বেস প্রাইস ১.৫ কোটি টাকা।

৫) সুয়াশ শর্মা: কেকেআরে ছিলেন তিনি। রহস্য স্পিনার। বেস প্রাইস ৩০ লাখ টাকা।

৬) অনামী আনক্যাপড খেলোয়াড় হিসেবে নিলাম থেকে প্রিয়াংশ আর্য (সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শনিবারই সেঞ্চুরি করেছেন), যুবরাজ চৌধুরীদের (শনিবারই শতরান করেছেন) মতো খেলোয়াড়দের নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর।

Latest News

সপ্তমী থেকে নবমীতে রাতভর ঠাকুর দেখার প্ল্যান? গ্রিন, ব্লু লাইন মেট্রো শিডিউল রইল 'যে কোনও মুহূর্তে অ্যাক্সিডেন্ট...', বৃষ্টিতে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার কাঞ্চন তৃতীয়াতেও কি বৃষ্টি? ফের কবে আসতে পারে নিম্নচাপ? বাংলার আবহাওয়ার পূর্বাভাস রইল 'নিঃসন্দেহে খারাপ খবর...,' ভারত-US সম্পর্কে জোর, প্রধানমন্ত্রীর পাশে ফের শশী 'সারা বছর এত অবিচার...', রাতভর বৃষ্টি নিয়ে অন্যরকম দৃষ্টিভঙ্গি অহনার মাস্টারপ্ল্যানের অংশ অরুণাচল!চিনা অভিসন্ধি নিয়ে ভারতকে সতর্কবার্তা তিব্বতি নেতার রাশিয়া নিয়ে দিল্লিকে নিশানা!UNএ ট্রাম্পের মুখে ভারত-পাক যুদ্ধ,'নোবেল পাওয়া উচিত’ আসছে বুধাদিত্য রাজযোগ! মকর সহ একগুচ্ছ রাশির তুঙ্গে থাকবে ভাগ্য,রইল লাকিদের লিস্ট 'সব নষ্ট হয়ে গেল...', বন্যা কবলিত কলকাতায় কোন ক্ষতির সম্মুখীন হলেন দোলন? বানভাসি মহানগরে মেঘভাঙা বৃষ্টি? মুখ খুলল আবহাওয়া দফতর! উত্তাল দিঘার সমুদ্র

Latest cricket News in Bangla

রউফ-শুভমন পারদ চড়তেই মাঠের বাইরে থেকে ছুটে এসে গিলকে সরান কে? Video রইল রউফের বিতর্কিত হাত ঘোরানো অঙ্গভঙ্গির মোক্ষম জবাব এভাবে দিলেন অর্শদীপ! রইল Video 'আমরা ছেড়ে দেব না!' বাইশ গজে পাকিস্তানকে ফের সতর্ক করলেন পাঠান-হরভজন অস্ট্রেলিয়া এ ম্যাচের কয়েক ঘণ্টা আগে ভারত 'এ' দলের অধিনায়কত্ব ছাড়লেন শ্রেয়স CAB সভাপতি পদে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুনকে নিয়ে খুললেন মুখ ম্যাচে বারুদের ছোঁয়া! পাক ওপেনারের ‘AK-47’ উল্লাস, ফের বাইশ গজে রাজনৈতিক বিতর্ক মাঠের বাইরেও পাকিস্তানকে ট্রোল অভিষেক-শুভমনের, ম্যাচ শেষে কী বার্তা ওপেনিং জুটির কীসের রাইভ্যালরি? ৩৩ সেকেন্ডে পাকিস্তানের সম্মান ধুলোয় মেশালেন স্কাই ভরা মাঠে ভারতীয় সেনাকে চরম অপমান হারিস রউফের, দর্শকরাই দিলেন কড়া জবাব অকারণে নোংরামি করছিল, ওষুধ দিয়েছি, পাকিস্তানকে মাটিতে পুঁতে দিয়ে হুংকার অভিষেকের

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.