বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: হার্দিক গিয়েছে, একদিন শুভমনও GT ছেড়ে চলে যেতে পারে- পান্ডিয়ার দল ছাড়া নিয়ে খোলামেলা দাবি শামির
পরবর্তী খবর
IPL 2024: হার্দিক গিয়েছে, একদিন শুভমনও GT ছেড়ে চলে যেতে পারে- পান্ডিয়ার দল ছাড়া নিয়ে খোলামেলা দাবি শামির
1 মিনিটে পড়ুন Updated: 16 Jan 2024, 10:44 PM ISTTania Roy
হার্দিক পান্ডিয়া দল ছাড়ার পর, গুজরাট টাইটান্সের নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করা হয় প্রতিভাবান তরুণ ওপেনার শুভমান গিলকে। এবার এই দল পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি।
মহম্মদ শামির সঙ্গে হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিল।
গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২০২৪ আইপিএল মরশুমে ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন। এটি পরিবর্তনটির পরই পুরো আলোড়ন পড়ে গিয়েছিল। হার্দিক অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেছিল। কিন্তু হার্দিককে ২০২১ মরশুমের পরে মুম্বই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছিল। যাইহোক ২০২২ মরশুমে আইপিএলে অভিষেক হওয়া দল গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিতে দেখা যায় হার্দিককে। তার অধিনায়কত্বে অভিষেক মরশুমেই শিরোপা জেতে গুজরাট। এবং পরের বছরও তারা আইপিএলের ফাইনালে পৌঁছেছিল। তবে রানার্স হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। তার পরেও গুজরাট ছেড়ে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসা, আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে গিয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, তিনি তাঁর প্রাক্তন ক্লাবে পুনরায় যোগদান করেন এবং আইকনিক রোহিত শর্মার জুতোয় পা গলিয়ে দলের নেতৃত্বের দায়িত্ব নেন। রোহিত আবার মুম্বইকে অধিনায়ক হিসেবে পাঁচটি শিরোপা জিতিয়েছিলেন।
হার্দিক পান্ডিয়া দল ছাড়ার পর, গুজরাট টাইটান্সের নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করা হয় প্রতিভাবান তরুণ ওপেনার শুভমান গিলকে। তবে এই দল পরিবর্তন নিয়ে ভারতের তারকা পেসার মহম্মদ শামি, যিনি গুজরাট টাইটান্সকে সাফল্য এনে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ২০২৩ সালের আইপিএল সংস্করণে পার্পল ক্যাপ অর্জন করেছিলেন, তিনি দাবি করেছেন, এই ধরনের পদক্ষেপগুলি একজন পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে একটি সাধারণ বিষয়।