IPL 2024 শুরু হবে আজ শুক্রবার, ২২ মার্চ থেকে। ২৪ মার্চ জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস দল তাদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। বর্তমানে, সুপার জায়ান্টরা লখনউতে অনুশীলন করছে। তবে এখনও অনুশীলনে অংশ নেননি দলের অধিনায়ক কেএল রাহুল। তবে প্রথম ম্যাচে নামার আগে এই মরশুমে লখনউয়ের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে তা একবার জেনে নেওয়া যাক।
লখনউতে বিস্ফোরক ব্যাটসম্যানদের একটি ব্রিগেড রয়েছে
লখনউতে এই মরশুমে বিস্ফোরক ব্যাটসম্যানদের একটি ব্রিগেড রয়েছে। দলে কেএল রাহুল, কুইন্টন ডি'কক, দেবদূত পাডিক্কাল, নিকোলাস পুরান এবং মার্কাস স্টইনিসের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক বিশেষজ্ঞ খেলোয়াড় রয়েছে। একই সঙ্গে চলতি মরশুমে লখনউ দলে ফাস্ট বোলিংও দলে বেশ ভারসাম্যপূর্ণ দেখা যাচ্ছে। দলে রবি বিষ্ণোই ও ক্রুণাল পান্ডিয়ার মতো দুর্দান্ত দুই স্পিনারও রয়েছেন।
তিন নম্বরে খেলতে পারেন দেবদূত পাডিক্কাল
এই মরশুমে লখনউ সুপার জায়ান্টসের প্লেয়িং ইলেভেনের কথা বলতে গেলে, অধিনায়ক কেএল রাহুল এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি'কক ইনিংস শুরু করতে পারেন। এর পর তিন নম্বরে খেলতে পারেন দেবদূত পাডিক্কাল। দেবদূত পাডিক্কাল টপ অর্ডার ব্যাটসম্যান হলেও গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে মিডল অর্ডারে ব্যাট করছিলেন। এবারে লখনউ তাঁকে নিজেদে দলে নিয়েছে এবং নিজেদের মিডিল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলেছে।
ব্যাটিং অর্ডারে এরপর চার নম্বরে নিকোলাস পুরানকে দেখা যেতে পারে। তাঁর ঝোড়ো ব্যাটিং সম্পর্কে সকলেরই জানা রয়েছে। পাঁচ নম্বরে মার্কাস স্টইনিসকে দেখা যেতে পারে। ছয় নম্বরে আয়ুশ বাদোনি এবং সাত নম্বরে অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়াকে ব্যাট করতে দেখা যেতে পারে। ফলে বলা যেতেই পারে লখনউয়ের ব্যাটিং লাইন আপের গভীরতা অনেকটাই থাকবে। স্পিন বিভাগের কথা বললে, রবি বিষ্ণোইয়ের সঙ্গে এই দায়িত্ব সামলাবেন ক্রুণাল পান্ডিয়া। যেখানে ফাস্ট বোলিংয়ে ত্রয়ী শিবম মাভি, মহসিন খান এবং শামার জোসেফকে দেখা যাবে অ্যাকশনে। তবে লখনউয়ে ব্যাটিং অর্ডার শক্তিশালী হলেও, বোলিং নিয়ে বিশেষজ্ঞরা এখন থেকেই কিছু বলতে চাইছেন না। তারা লখনউয়ের ম্যাচের পরেই কিছু বলতে পারেন।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ-
কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), দেবদূত পাডিক্কাল, নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, ক্রুণাল পান্ডিয়া, আয়ুশ বাদোনি, শিবম মাভি, রবি বিষ্ণোই, মহসিন খান এবং শামার জোসেফ।