
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৪ সালের আইপিএল যাত্রা শুরু করবে পঞ্জাব কিংস। গতবার ভালো ফলাফল করতে পারেনি প্রীতির দল। অষ্টম স্থানে আইপিএল (IPL) শেষ করেছিল পঞ্জাব কিংস। গতবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবারের নিলামে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে পঞ্জাব। এবারের দলের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। আইপিএল শুরুর আগে দেখে নেওয়া যাক পঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা কী কী।
শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টোর মতো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়রা রয়েছেন পঞ্জাব কিংস দলে। লিয়াম লিভিংস্টোন, সিকান্দর রাজা এবং স্যাম কারানের মতো অরাউন্ডারও রয়েছে এই দলে। জিতেশ শর্মা ফিনিশার হিসেবে নিজের দক্ষতা তুলে ধরেছেন। বোলিং বিভাগে কাগিসো রাবাডার মতো অভিজ্ঞ পেস বোলার রয়েছেন। তিনি যে কোনও ব্যাটারের পরীক্ষা নিতে পারেন। বাঁ হাতি আর্শদীপ সিং ইয়র্কার করতে ও ডেথ ওভারে বল করতে দক্ষ। স্যাম কারান-হার্ষাল প্যাটেলের উপস্থিতি অধিনায়ক শিখর ধওয়ানকে আরও ভরসা দেবে।
আইপিএলে স্পিনাররা ম্যাচের রং পরিবর্তন করে দিতে পারেন। পঞ্জাব কিংসে স্পিনারের অভাব রয়েছে। হরপ্রীত ব্রার ও রাহুল চাহার স্পিনার ঠিকই। কিন্তু তাঁরা অন্য দলের ব্যাটারদের খুব একটা চাপ দিতে পারেন না। ২০২৩ সালের মেগা ইভেন্টে তাঁরা দুজনে সম্মিলিত ভাবে ১৭টি উইকেট নিয়েছেন। এবার তাঁরা কী করেন, সেটাই দেখার।
শিখর ধাওয়ান এই দলের এক্স ফ্যাক্টর হতে পারেন। জাতীয় দলে এখন আর তাঁর জায়গা হয় না। কিন্তু এই সময়ে তিনি নিজেকে তুলে ধরতে চাইবেন। এছাড়াও দলের ব্যাটিং লাইন আপ হল এই দলের সব থেকে বড় এক্স ফ্যাক্টর।
গত বছর পঞ্জাব কিংস অষ্টম স্থানে শেষ করেছিল টুর্নামেন্ট। ছটি ম্যাচে জয় এবং আটটি ম্যাচে হারতে হয়েছিল পাঞ্জাবকে। ২০১৪ সালের পর থেকে আইপিএলের প্লে অফে পৌঁছতে পারেনি পাঞ্জাব। আসন্ন আইপিএলে প্লে অফের ছাড়পত্র জোগাড় করাই প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত পাঞ্জাব কিংসের।
জনি বেয়ারস্টো ফ্রিক ইনজুরির কারণে আইপিএল ২০২৩ খেলতে পারেননি। এবারে তিনি দলে ফিরে এসেছেন। PBKS আশা করবে যে বেয়ারস্টো নিজের সেরাটা দিতে পারেন। জনি বেয়ারস্টো ছাড়াও রিলি রসউ দলকে উৎসাহিত করবে।
এই আইপিএলে পঞ্জাব কিংসের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে ভারতীয় অলরাউন্ডারের অভাব। যদিও তাদের কয়েকজন মানসম্পন্ন বিদেশি অলরাউন্ডার রয়েছে, তবে তারা ধারাবাহিকভাবে দলের হয়ে পারফর্ম করতে পারে কিনা সেটাই দেখার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports