মাত্র ২১ বলেই পঞ্চাশ করে কলকাতা নাইট রাইডার্সকে এগিয়ে দিয়েছেন সুনীল নারিন। এই ম্যাচে চতুর্থ ওভারটি ছিল বিশেষ। ইশান্ত শর্মার এই ওভারে সুনীল নারিন নিলেন মোট ২৬ রান। এই ওভারে তিনটি ছক্কা ও ২টি চার হাঁকালেন তিনি। এই সময়ে চার ওভারে শেষে বিনা উইকেটে ৫৮ রান করেছিল ককাতা নাইটা রাইডার্স।
আরও পড়ুন… আমরা ৩-২ জিততেই পারতাম- ভারতের কাছে হার নিয়ে এখনও বিলাপ করে চলেছেন ইংল্যান্ড তারকা
এক প্রকার সুনীল নারিনের ব্যাটিং ঝড়ে উড়িয়ে দেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটলসকে। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইটা রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে ব্যাট করতে এসে কেকেআর-এর কাছে প্রথম ওভারটি ভালো যায়নি। এই ওভারে খলিল আহেদ মাত্র সাত রান খরচ করেছিলেন। ফিল সল্ট ও সুনীল নারিন ওপেন করতে এসে এই ওভারে কোনও রান করতে পারেননি। তবে অতিরিক্ত রান থেকে সাত রান স্কোর বোর্ডে যোগ করা হয়েছিল।
আরও পড়ুন… আগের বারের তিক্ততার স্মৃতি এখনও তাজা, ফের ৫ ম্যাচের T20I সিরিজ খেলতে বাংলাদেশ যাচ্ছে হরমনরা
তবে এরপরে ঝড় উঠতে থাকে। ইশান্ত শর্মা দ্বিতীয় ওভারটি করতে আসেন এবং মাত্র ১০ রান দেন। এই ওভারে সল্ট ২টি বাউন্ডারি হাঁকান। এই ওভারেও হাত খুলতে পারেননি নারিন। তৃতীয় ওভারেও সেভাবে হাত খুলতে পারেননি নারিন। খলিল আহমেদের এই ওভারে ১৫ রান নিলেও তাতে সেভাবে খেলতে পারেননি নারিন। তবে এরপরের ওভারেই ঝড় তোলেন নারিন।
ম্যাচের কথা বললে-
IPL 2024-এ আজ দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ খেলা হচ্ছে। বিশাখাপত্তনমের মাঠে দুই দলই মুখোমুখি। টসে জিতে ব্যাটিং বেছে নেয় কেকেআর। কেকেআরের হয়ে ব্যাট করছেন সুনীল নারিন ও আংক্রিশ রঘুবংশী। ৬০ রানে প্রথম উইকেট হারায় কেকেআর। ফিলিপ সল্ট ১৬ রান করেন। দিল্লি ও কলকাতার প্লেয়িং ইলেভেনে একটি করে পরিবর্তন এসেছে। আহত মুকেশ কুমারের জায়গায় সুমিত কুমারকে সুযোগ দিয়েছে ডিসি। কেকেআরে এসেছেন আংকৃশ রঘুবংশী।
আরও পড়ুন… ভিডিয়ো: Saudi Pro League-এ ফের রোনাল্ডোর হ্যাটট্রিক, এবার আভাকে ৮-০ গোলে হারাল CR7-র আল নাসের
চলতি মরশুমে চতুর্থ ম্যাচ খেলতে এসেছে ডিসি আর কেকেআর এসেছে তৃতীয় ম্যাচ খেলতে। ঋষভ পন্তের নেতৃত্বাধীন ডিসি, শুরুতে দুটি পরাজয়ের পরে, শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২০ রানে পরাজিত করেছিল। এমন অবস্থায় ডিসির মনোবল তুঙ্গে ছিল। দিল্লি আবারও পন্ত, ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ থেকে ভালো পারফরম্যান্স আশা করবে। তিনজনই সিএসকে-র বিরুদ্ধে ব্যাট করেছিলেন। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লি।
অন্যদিকে, শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা দল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এটি প্রথমে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে পরাজিত করে এবং তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাত উইকেটে পরাজিত করে। ওপেনার ফিলিপ সল্ট, সুনীল নারিন এবং বেঙ্কটেশ আইয়ারের ঝোড়ো ব্যাটিং ছিল আরসিবির বিরুদ্ধে। বুধবার জয়ের হ্যাটট্রিকের দিকে নজর থাকবে কেকেআরের। হেড টু হেডের কথা বলতে গেলে, দিল্লি ও কলকাতার মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দু দলই মোট ৩২ বার মুখোমুখি হয়েছেন। যেখানে দিল্লি ক্যাপিটালস ১৫ ম্যাচে জিতেছে, KKR জিতেছে ১৬ ম্যাচে। একটি ম্যাচ নিষ্পত্তি হয়নি। কলকাতার বিরুদ্ধে শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে দিল্লি।