বাংলা নিউজ > ক্রিকেট > IND vs WI: ১৭ বছর পর ফের উইন্ডিজের কাছে আন্তর্জাতিক সিরিজে হার ভারতের- দুই লজ্জার ইতিহাসে কমন ম্যান দ্রাবিড়
পরবর্তী খবর
IND vs WI: ১৭ বছর পর ফের উইন্ডিজের কাছে আন্তর্জাতিক সিরিজে হার ভারতের- দুই লজ্জার ইতিহাসে কমন ম্যান দ্রাবিড়
1 মিনিটে পড়ুন Updated: 14 Aug 2023, 01:59 PM ISTTania Roy
২০০৬ সালে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে রাহুল দ্রাবিড় কার্যত তরুণ দলকেই নেতৃত্ব দিয়েছিলেন। যেমনটা এবার হার্দিক পান্ডিয়া দিয়েছেন। ১৭ বছর আগে সেই ভারতীয় দলে ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, আরপি সিং, মহম্মদ কাইফ, মুনাফ প্যাটেল, অজিত অগরকার, ইরফান পাঠানরা।
১৭ বছর আগে দ্রাবিড়ের নেতৃত্বে ভারত ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪-১ হেরেছিল।
ওয়েস্ট ইন্ডিজ ২-০ পিছিয়ে পড়ার পর পাঁচ ম্যাচের সিরিজে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছিল টিম ইন্ডিয়া। তারা ০-২ থেকে ২-২-ও করে ফেলেছিল। যে কারণে শেষ টি-টোয়েন্টি পরিণত হয় অলিখিত ফাইনালে। আর রবিবার বৃষ্টি বিঘ্নিত পঞ্চম টি-টোয়েন্টি শেষ হাসি হাসে ওয়েস্ট ইন্ডিজ। সব ফরম্যাট মিলিয়ে ১৭ বছর পর ভারতের বিপক্ষে যে কোন সংস্করণে তিন ম্যাচের সিরিজ জিতল ক্যারিবিয়ানরা।
এর আগে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হেরেছিল ২০০৬ সালে। সেই বার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়াকে ৪-১ হারিয়েছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল। ২০০৬-এর পর ফের একই লজ্জার ইতিহাস। এবার টি-টোয়েন্টি সিরজ। পাঁচ ম্যাচের সিরিজে ফল উইন্ডিজের পক্ষে ৩-২। আপ এই দু'টি লজ্জার সঙ্গে জড়িয়ে রয়েছেন একজনই। তিনি হলেন রাহুল দ্রাবিড়। ২০০৬ সালে তাঁর নেতৃত্বে ভারত হেরেছিল। আর ২০২৩ সালে তাঁর কোচিংয়ে ফের লজ্জাবরণ করতে হল ভারতকে।
তবে এই ম্যাচের পরেই ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায়। পরের চারটি ম্যাচেই তারা জয় ছিনিয়ে নেয়। দ্বিতীয় ম্যাচটি রোমহর্ষক জায়গায় পৌঁছেছিল। উইন্ডিজের দেওয়া ১৯৯ রান তাড়া করতে নেমে ১৯৭ রানে অলআউট হয়ে যায় ভারত। ১ রানে জয় পায় লারা ব্রিগড। সেই ম্যাচটিতে যুবি একা ৯৩ রান করলেও, দলকে জেতাতে পারেননি। তৃতীয় ম্যাচে আবার ৪ উইকেটে ভারতকে হারিয়েছিলেন লারারা। বীরেন্দ্র সেহওয়াগের ৯৭, মহম্মদ কাইফের ৬৭ রানের ইনিংসকে ব্যর্থ করে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ ম্যাচে যুবি আর কাইফ হাফসেঞ্চুরি করেছিলেন। ধোনি করেছিলেন ৪৬ রান। তবে ভারতের দেওয়া ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ বল বাকি থাকতে ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ম্যাচে উইন্ডিজের দেওয়া ২৫৬ রান তাড়া করতে গিয়ে ১৯ রানে হারে ভারত। সেহওয়াগ ৯৫ করেও ভারতের হার বাঁচাতে পারেননি।