স্মৃতি মন্ধানা ৮৩ বলে ৯০ রান করে আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল ১১টি চার। সেই সঙ্গে স্মৃতি বড় নজির গড়ে ফেলেছেন। দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ভারতীয় মহিলার মধ্যে সবচেয়ে বেশি রান এখন স্মৃতি মান্ধানার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্মৃতি তিনটি ওডিআই মিলিয়ে মোট ৩৪৩ রান করে ফেলেছেন।