শুভব্রত মুখার্জি: ২২ গজ হোক কিংবা ২২ গজের বাইরে, বরাবরের বর্ণময় চরিত্র অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক স্বভাবের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভক্তরা তাঁকে 'ম্যাড ম্যাক্স' বলেই ডাকেন। গত ওডিআই বিশ্বকাপেও আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত তাঁর এক পায়ে করা দ্বিশতরানের ইনিংস চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের মনে। আসন্ন টি-২০ বিশ্বকাপেও তিনি অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনটাই আশা বিশেষজ্ঞদের।
তবে সেই তিনিই এবার সমস্যায় পড়েছেন। গত শুক্রবার এক পার্টিতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ পড়েন তিনি। বিগ ব্যাশ লিগ চলাকালীন ঘটা এই ঘটনায় পরিস্থিতির জল এমন দিকে যায় যে, গ্লেন ম্যাক্সওয়েলকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ঘটনার আলাদা করে তদন্ত শুরু করেছে তারা।
আরও পড়ুন: IPL 2024 শুরু হতে পারে ২২ মার্চ থেকে, চলতে পারে ২৬ মে পর্যন্ত- রিপোর্ট
দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রথমে গ্লেন ম্যাক্সওয়েলের এই ঘটনাটি রিপোর্ট করা হয়েছিল। জানানো হয়, ম্যাক্সওয়েল পার্টিতে গিয়ে সম্ভবত অতিরিক্ত মদ্যপান করেছিলেন। ফলে সমস্যায় পড়তে হয় তাঁকে। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি। ডেইলি টেলিগ্রাফের তরফে জানানো হয়, ‘সিক্স অ্যান্ড আউট’ নামক একটি ব্যান্ডের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। ঘটনাচক্রে এই ব্যান্ডের অন্যতম সদস্য প্রাক্তন অজি তারকা পেসার ব্রেট লি। এই পার্টিতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন: ICC Men's T20I Team of the Year-এর অধিনায়ক সূর্য, দলে আরও তিন ভারতীয়, ব্রাত্য় রোহিত-কোহলি
তবে ঘটনা যাই হোক না কেন, অ্যাম্বুলেন্স পর্যন্ত ডাকতে হয়েছিল। ঘটনাটি ঘটেছে অ্যাডিলেডে। গ্লেন ম্যাক্সওয়েল বেশ কয়েক দিন এখানেই রয়েছেন। একটি চ্যারিটি গল্ফ প্রতিযোগিতায় অংশ নিতে তিনি এসেছিলেন অ্যাডিলেডে। বিগ ব্যাশ লিগে তাঁর দল মেলবোর্ন স্টার্সের সফর শেষ হয়ে যাওয়ার পরেই তিনি এসেছিলেন অ্যাডিলেডে। সেখানেই ঘটে এই বিপত্তি। সোমবারেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। সেই দল থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। যদিও এই ঘটনার সঙ্গে হাসপাতালে ভর্তির ঘটনার কোনও যোগসূত্র নেই বলেই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাডিলেডে যে ঘটনা ঘটেছে, তাঁর বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে খবর এসে পৌঁছে গিয়েছে। বিষয়টি নিয়ে আরও তথ্য চেয়ে পাঠানো হয়েছে। বিগ ব্যাশ লিগের পরেই ওয়ানডে সিরিজ নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ম্যাক্সওয়েলের বাদ পড়ার ঘটনার কোনও যোগ নেই। আশা করা হচ্ছে, টি-২০ সিরিজে দলে ফিরবে ম্যাক্সওয়েল।’