
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইংল্যান্ডের ক্রিকেট আবারও অস্থিরতার মধ্যে পড়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর টি২০ বিশ্বকাপ এবং এবছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরমেন্স করেছে জোস বাটলারারের দল। পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার পর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ইসিবি এখন তাঁর বদলি খোঁজার কাজ চালাচ্ছে।
বর্তমানে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের কাজ সামলাচ্ছেন বেন স্টোকস। তাঁকেই ইংল্যান্ডের ওয়ানডে দলের নেতৃত্ব নেওয়ার সম্ভাব্য ব্যক্তি হিসেবে দেখছেন অনেকে। কিন্তু প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এই চিন্তাভাবনার প্রবল বিরোধিতা করেছেন। বিবিসির এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "বেন স্টোকস সাদা বলের ক্রিকেট খেলবে বলে ভাবলে, সেটা একদমই ভুল মনে করা হবে।"
স্টোকস সম্পর্কে ভন বলছেন, "ও কিন্তু শুধু ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলার সময়ই নয়, অনুশীলনের সময়ও নিজের সেরাটাই দেয়। সর্বোচ্চ প্রয়াস করে। ফলে টেস্টের জন্য নিজেকে এতটা উৎসর্গ করে দিয়েছে এবার তাঁকে ওডিআইয়ের অধিনায়ক হিসেবেও বিবেচনা করাটা স্বার্থপরতা হবে বলে আমার মনে হয়। ও ইংল্যান্ডকে ভালোবাসে বলে হয়ত না বলতে পারবে না, কিন্তু আমার মনে হয় সেটা করা উচিত নয়। ও যেটা করছে মন দিয়ে, ওকে সেটাই করতে দেওয়া উচিত।"
ব্রেন্ডন ম্যাককালাম কোচের পদে বসার পর বেন স্টোকস টেস্ট দলের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তবে, ফিটনেস সমস্যার জেরে স্টোক্স সাজা বলের ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে দিয়ে অ্যাশেজসহ টেস্ট ক্রিকেটেই বেশি ফোকাস করেছেন সাম্প্রতিক সময়। এরই মধ্যে কয়েকমাস আগে অবশ্য স্টোকসকে বলতে শোনা গেছিল, ম্যাককালাম যদি চান তাহলে তিনি সাদা বলের ক্রিকেটও খেলতে রাজি আছেন। যদিও তাঁর ওপর অতিরিক্ত চাপ দেওয়ার পক্ষপাতি নন ভন।
মাইকেল ভন বলেছেন, "স্টোকসকে অ্যাশেজ জিততে দাও। শুধুমাত্র আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ বা অ্যাশেজ সিরিজ নয়, আমি ওকে ২০২৭ সালেও দেশের মাটিতে অ্যাশেজের নেতৃত্ব দিতে দেখতে চাই, আমি চাই স্টোকস ইংল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাক। কেন অযথা ওর ওপর ওয়ান ডে ক্রিকেটের বোঝা চাপানো হবে? ওকে ওর শরীরের যত্ন নিতে দাও এবং বুঝে শুনে চাপ দাও ।"
প্রসঙ্গত ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনটি সংস্করণে একটিতেও ফাইনালে পৌঁছাতে পারেনি। আগামী জুন মাসেই দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে WTC Cycle শুরু করছে ইংরেজরা। তাই মাইকেন ভন আশা রাখছেন রুট, স্টোকসরা অবশেষে খরা কাটিয়ে দেশকে নিশ্চয়ই আগামী WTCর ফাইনালে তুলতে পারবেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports