চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ রিজওয়ানদের ভরাডুবির পরে পাকিস্তান ক্রিকেট যেন পুরোপুরি ‘কনটেন্টে’ পরিণত হয়েছে। আজ এই প্রাক্তন ক্রিকেটার এরকম মন্তব্য করেছেন। কাল আরও এক প্রাক্তনী তাঁকে ছাপিয়ে যাচ্ছেন। যা নিয়ে হাসির রোল উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তবে সেই লড়াইয়ে সম্ভবত সকলকে টেক্কা দিয়েছেন সাকলিন মুস্তাক। তিনি ভারতকে '৩০ ম্যাচের' যে চ্যালেঞ্জ ছুড়েছেন, তা নিয়ে প্রায় পুরো দুনিয়াই হাসছে। আর এবার নিজের দেশের ক্রিকেটারের রোষের মুখে পড়লেন পাকিস্তানের প্রাক্তন তারকা। রীতিমতো হাতজোড় করে করুণা প্রার্থনা করে পাকিস্তানের ক্রিকেটার তনভির আহমেদ বলেন, ‘তুই খেল তো আগে ভারতের সঙ্গে। নিজেদের (যোগ্যতা) তাহলেই বুঝতে পারবি। এমন মারবে না, এমন পেটাবে না, চিরকাল মনে থাকবে।’
ভারতের সঙ্গে পাকিস্তানের আকাশ-পাতাল পার্থক্য, দাবি তানভিরের
নিজের ইউটিউব চ্যানেলে তানভির বলেন, ‘টি-টোয়েন্টিতে ভারতের যে নয়া দল হয়েছে, তার সঙ্গে (পাকিস্তানে দলের) আকাশ-পাতাল তফাৎ আছে। ওদের আইপিএলে দুর্দান্ত মানের ক্রিকেট খেলা হয়। ওদের খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলে। আইপিএলও খেলে। ওরা দুর্দান্ত ক্রিকেট খেলে। আমাদের ছেলেদের সঙ্গে ওদের অনেক পার্থক্য আছে।’
ভারত ‘এমন পেটাবে না, চিরকাল মনে থাকবে’
তারপরই সরাসরি সাকলিনের নাম করে তনভির বলেন, ‘আর ওই সাকলিন বসে-বসে বলছে যে ও জি ভারতের সঙ্গে (পাকিস্তানের) ১০টি টেস্ট, ১০টি একদিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করিয়ে দাও। বোঝা যাবে যে ভারতীয় দল ভালো নাকি আমাদের দল। ও ভাই, মাফ কর দে (ক্ষমা করে দে)। আমাদের রেহাই দে। মাফ কর দে। ভারতের সঙ্গে খেল তো আগে। তোকে যদি (পাকিস্তান দলের) কোচ করা হয়, তাহলে তুই গিয়ে খেল তো আগে। তাহলেই বুঝতে পারবে নিজেদের (যোগ্যতা)। এমন মারবে না, এমন পেটাবে না, চিরকাল মনে থাকবে। নিজেদের কী ভাবছো ভাই?’
সাকলিন মুস্তাক ঠিক কী বলেছিলেন?
তবে শুধু তনভির নয়, এখন পাকিস্তান ক্রিকেট টিমের যা অবস্থা, তাতে সেই ভয়টা বেশিরভাগ লোকজনই পাবেন। সাকলিন অবশ্য রীতিমতো বুক ফুলিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ২৪ নিউজে বলেন, ‘আমরা যদি রাজনীতির বিষয়টাকে দূরে সরিয়ে রাখি, তাহলে বলতে হবে যে ওদের (ভারতের) খেলোয়াড়রা খুব ভালো। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে।’
তিনি আরও বলেন, ‘তোমাদের দল খুব ভালো। আমার মনে হয়, পাকিস্তানের বিরুদ্ধে (ভারতে) ১০টি টেস্ট, ১০টি একদিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উচিত। তারপর পুরোটাই স্পষ্ট হয়ে যাবে যে (কোন দল সেরা)।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, পাকিস্তান যদি ভালো প্রস্তুতি নেয়, তাহলে ভারতকে কঠোর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে দাবি করেন পাকিস্তানের প্রাক্তন তারকা স্পিনার।