আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে বিভিন্নমহলে বিভিন্নরকম মত দেওয়া হচ্ছে। আইসিসি ভারতের জন্য একটি মাঠেই সব ম্যাচ আয়োজন করায় এর পিছনে কারসাজি দেখছেন অনেকে। বেশ কয়েকজন ক্রিকেটারই দাবি করেছেন ভারত দুবাইতে সব ম্যাচ খেলায় তাঁরা বাড়তি সুবিধা পাচ্ছে। অবশ্য কথাটা কতটা ভুল, সেই নিয়েও আলোচনার আদৌ দরকার আছে কিনা সেই বিষয়েও বিতর্ক হতে পারে। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না বলার পরই আইসিসির তরফ থেকে দুবাইকে দ্বিতীয় ভেনু হিসেবে বেছে নিয়ে হাইব্রিড মডেলে Champions Trophy আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন-Champions Trophy, Ind vs Aus Live- দুরন্ত কোহলি! অজিদের হারিয়ে ফাইনালে ভারত
দঃ আফ্রিকাকে দুবাই এসে ফের লাহোরে ফিরতে হয়
দঃ আফ্রিকার ক্রিকেট দলকে সম্প্রতি দুবাইতে আসতে হয়েছিল সেমিফাইনালের আগে, এরপর আবার তাঁদের লাহোরে ফিরতে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার জন্য। হাতে সময়ও কম ছিল, যা নিয়ে আইসিসির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে। গোটা পরিস্থিতি নিয়েই এবার আইসিসিকে একহাত নিলেন ব্রিটিশ ধারাভাষ্যকর তথা বিশেষজ্ঞ ডেভিড লয়েড।
কোনও ভাষা খুঁজে পাচ্ছে না ডেভিড
ইংরেজ ধারাভাষ্যকার বলছেন, ‘আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্ব ক্রিকেটের একটা অত্যন্ত বড় প্রতিযোগিতা হওয়ার সত্ত্বেও যেরকম ব্যবস্থাপনা রাখা হয়েছে তা হাস্যকর। আমি কোনও ভাষা খঁজে পাচ্ছি না, এতটাই হাসি পাচ্ছে আমার এরকম অবস্থা দেখে ’। এরপর আরও কড়া ভাষায় তিনি বলেন, ‘বিষয়টা পুরো ননসেন্স, আমি জানি না আর কীভাবেই বা এটা ব্যাখ্যা করা যায়। দলগুলোকে একবার এখানে যেতে হচ্ছে, আবার ওখানে যেতে হচ্ছে। কোথায় খেলতে হবে, সেবিষয়ে কেউ নিশ্চিত নয়। বিষয়টা দেখে যতটা হাসি পাচ্ছে, ক্রিকেটারদের জন্য কিন্তু বিষয়টা মোটেই হাসির নয় ’।
অতীতেও আইসিসির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন তিনি
প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও আইসিসির বিভিন্ন ত্রুটির দিক চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তিনি। যখন পাকিস্তান এবং ভারতকে বারবার আইসিসির প্রতিযোগিতায় এক গ্রুপে রাখা হয়েছে, তখন তাঁর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন এই ইংরেজ ক্রিকেট বিশেষজ্ঞ। আসলে আইসিসি যেহেতু গ্রুপ স্টেজের ম্যাচ শেষের ৪৮ ঘন্টার আগেই প্রথম সেমিফাইনাল ফেলেছিল, ফলে সূচির জন্যই ক্রিকেটারদের হেনস্থার শিকার হতে হয়। কারণ হাতে কম সময় থাকা সত্ত্বেও তাঁরা প্রস্তুতির সময় না পেয়ে তাঁদের ফ্লাইটে সময় কাটাতে হয় এবং ক্লান্তি ভোগ করতে হয় অযথা।