ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জিতে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল। এই প্রতিযোগিতা তিনবার জেতার কৃতিত্ব অর্জন করা বিশ্বের একমাত্র দল হয়ে উঠল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত শিরোপা নিশ্চিত করল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান তোলে, যার জবাবে ভারত ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে জয় ছিনিয়ে নেয়। রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল দুর্দান্ত ব্যাটিং করে দলের জয়ে অবদান রাখেন।
গাংনাম স্টাইল স্টাইলে সেলিব্রেশন-
জয়ের পরেই প্রত্যেকেই নিজেদের মতো করে সেলিব্রেশন করতে থাকেন। এই সময়ে রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা ও আর্শদীপ সিংকে গাংনাম স্টাইলে নাচতে দেখা যায়। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ঠিক এভাবেই গ্যাংনাম স্টাইলে নেচেছিলেন বিরাট কোহলি-শিখর ধাওয়ানরা। এ দিন তাদেরকেও ঠিক একই ভাবে উচ্ছ্বাস করতে দেখা যায়।
আরও পড়ুন… ক্যাচ মিসের প্রদর্শনী! চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জার নজির ভারতের, ফাইনালেও একই হাল
কেমন হয়েছিল ম্যাচ-
ম্যাচের কথা বললে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। ড্যারিল মিচেল (৬৩) ও মাইকেল ব্রেসওয়েল (৫৩*) দলের হয়ে বড় ভূমিকা রাখেন। জবাবে ভারতীয় ইনিংসে রোহিত শর্মা ও শুভমন গিল (৩১) দুর্দান্ত সূচনা এনে দেন এবং ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। রোহিত ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কার সাহায্যে ৭৬ রান করেন। শ্রেয়স আইয়ার ৬২ বলে ২ চার ও ২ ছক্কার সাহায্যে ৪৮ রান করেন। অক্ষর প্যাটেলও ২৯ রানের কার্যকর ইনিংস উপহার দেন। শ্রেয়াস ও অক্ষরের মধ্যে ৭৫ বলে ৬১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। এরপর কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া ৩৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। হার্দিক ১৮ রান করে আউট হলেও কেএল রাহুল ৩৪* রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় এনে দেন। জয়সূচক চার মারেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন… বিরাট-রোহিতের অদ্ভুত মিল! T20I WC 2024 ও CT 2025 ফাইনালকে মিলিয়ে দিল ‘রোকো’-র স্কোর
জয়ের পরে সেলিব্রেশনের ছবিটা কেমন ছিল-
বল বাউন্ডারির বাইরে যেতেই রবীন্দ্র জাদেজা উচ্ছ্বাসে মেতে ওঠেন। তিনি নিউজিল্যান্ডের বোলার ও’রোর্কের দিকে না তাকিয়েই সেলিব্রেশন করতে গিয়ে তার সঙ্গে ধাক্কা খান। বিরাট কোহলি তখন সেলিব্রেশন করছিলেন এবং কিছুক্ষণ পরেই অভিষেক নায়ারকে জড়িয়ে ধরেন। প্রধান কোচ গৌতম গম্ভীরও কোহলিকে আলিঙ্গন করেন। জাদেজা ভারতীয় ড্রেসিংরুমের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। এর পরেই বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও আর্শদীপ সিং মাঠের দিকে দৌড়ে আসেন এবং জাদেজা ও কেএল রাহুলকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন… ৯ ওভারে ৭৪/১ রান! চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে লজ্জার নজির গড়লেন মহম্মদ শামি
কোহলি-রোহিতের দাণ্ডিয়া
এরপর রোহিত শর্মা বড় এক হাসি নিয়ে মাঠের মাঝখানে যান এবং নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন। জাদেজা গম্ভীরকে কাঁধে তুলে নেন, আর শ্রেয়স আইয়ারকে আলিঙ্গন করেন রোহিত। রোহিত ও কোহলি স্টাম্প হাতে নিয়ে দাণ্ডিয়া নাচের মতো সেলিব্রেশন করেন। জাদেজা, রানা ও আর্শদীপ ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মতো সেলিব্রেশন পুনরাবৃত্তি করেন। তারা গাংনাম স্টাইলে নাচতে থাকন।