অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি লজ্জার মুখোমুখি হয়েছে। মাত্র ৮৭ বলের মধ্যেই ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয়ে গেছে টেস্টে। মাত্র ২৭ রান তাঁরা করতে পেরেছেন স্টার্ক, হেজেলউড, কামিন্সদের বিরুদ্ধে। স্কট বোল্যান্ড দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক নেন, আর স্টার্ক তো প্রথম কয়েকটা ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের মেরুদন্ড গুড়িয়ে দিয়ে ছয় উইকেট নিয়ে ফেলেন। ঘরের মাঠেই এমন লজ্জাজনক আত্মসমর্পণের পর ব্রায়ান লারার দেশের ক্রিকেটাররা আর মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না। এই আবহেই এবার দেশের ক্রিকেটারদের এমন ব্যর্থার জন্য আইপিএলকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা।
সাবাইনা পার্কে ফ্র্যাঙ্ক ওরেল সিরিজের শেষ টেস্টে ১৭৬ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া, সেই সঙ্গে তাঁরা সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশও করে ফেলে। ওয়েস্ট ইন্ডিজের এমন লজ্জার হারের পর এক পডকাস্টে এসে ঘুরিয়ে তাঁদের দেশের এমন খারাপ পারফরমেন্সের জন্য আইপিএল এবং অন্যান্য টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দিকেই আঙুল তুলেছেন ব্রায়াল লারা।
তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছি। অনেকে তো কাউন্টি ক্রিকেটও খেলেছে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়ার জন্য। আর এখন আমরা ওয়েস্টার্ন ইস্ট দলগুলোকে ব্যবহার করছি, দলে ঢোকার জন্য। সব কিছুতেই এখন চুক্তি চলে আসছে হাতের সামনে, এটা ক্রিকোটদের কোনও দোষ দেওয়ার বিষয়ও না ’।
ক্যারিবিয়ানদের প্রাক্তন অধিনায়ক কার্ল হুহার এমন হারের পর বলছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের এই পারফরমেন্সের কারণ আমার মনে হয় বেশ কয়েকটা বড় মাথার ভুল সিদ্ধান্তের ফল। ওরা যে সব বড় বড় পরিবর্তনগুলো করেছে, আমার মনে হয় না সেগুলোর কোনও দরকার ছিল বলে। এমন পরিবর্তন করার পর যদি এই তার ফল হয়, তাহলে যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে তাঁদেরও দায় নেওয়া উচিত ’।