
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা অস্ট্রেলয়িা শিবিরে। চোট পেলেন দলের স্টপ গ্যাপ অধিনায়ক স্টিভ স্মিথ। প্যাট কামিন্স এই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ায় অধিনায়ক করা হয়েছিল অস্ট্রেলিয়ার বর্ষিয়ান মিডল অর্ডার ব্যাটার স্মিথকে। কিন্তু লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই কনুইয়ে চোট পেয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়ালেন এই ব্যাটার।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনের জন্য পৌঁছে গেছেন দুবাইতে। সেখানে তাঁর স্পিন সহায়ক স্লো উইকেটে প্র্যাকটিস করতে চলেছে, কারণ শ্রীলঙ্কায় তেমনই পিচে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হাতে সময় থাকতেই সেই উইকেটে অনুশীলন করতে চাইছে অজিরা।
বিগ ব্যাশ লিগে চোট পান পান স্টিভ স্মিথ। কনুইয়ে চোটের জন্য তাঁর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। দুবাই অস্ট্রেলিয়া দলের শিবির হওয়ার কথা থাকলেও, এখনই সেখানে যোগ দেওয়া হচ্ছে না স্মিথের। সিডনি সিক্সারের হয়ে নিজের মেয়াদের মধ্যেই এই চোট পেলেন তিনি। জানুয়ারির ২৯ তারিথ থেকে গলে শুরু প্রথম টেস্ট।
বিগ ব্যাশ লিগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় থ্রো করতে গিয়ে কনুইয়ে চোট লেগে যায় স্মিথের। এরপর চোটের জায়গায় স্ক্যান হয়। রিপোর্ট হাতে আসলে বোঝা যায়, গুরুতর চোট না হলেও আপাতত দিন কয়েক বিশ্রামেই থাকতে হবে অজিদের তারকাকে। কারণ এই কনুইতেই ২০১৯ সালে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। একই জায়গায় চোট লাগায় আর তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
৩৫ বছর বয়সী এই ক্রিকেটার গত বছর শেষ থেকেই রয়েছেন দুরন্ত ছন্দে। ভারতের বিপক্ষে বর্ডার গাভাসকর সিরিজে হারানো ফর্ম ফিরে পেয়েছেন তিনি। করেছিলেন দুই ম্যাচে শতরান, দলও জেতে সিরিজ। এরপর বিগ ব্যাশ লিগে নিজের দুই ইনিংসে অপরাজিত ১২১ এবং ৫২ রান করেছিলেন তিনি। ফলে তাঁকে দ্রুত দলের সঙ্গে পেতে চাইবে অজিরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports