বাংলা নিউজ > ক্রিকেট > PSL 2024 Qualifier: নিজের জন্য খেলতে গিয়ে দলকে ডোবালেন বাবর আজম, টানা চারবার পাকিস্তান সুুপার লিগের ফাইনালে রিজওয়ানরা
পরবর্তী খবর
PSL 2024 Qualifier: নিজের জন্য খেলতে গিয়ে দলকে ডোবালেন বাবর আজম, টানা চারবার পাকিস্তান সুুপার লিগের ফাইনালে রিজওয়ানরা
2 মিনিটে পড়ুন Updated: 15 Mar 2024, 07:01 AM ISTAbhisake Koley
Peshawar Zalmi vs Multan Sultans Pakistan Super League 2024 Qualifier: মুলতান সুলতানসের বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে ঠুকঠুকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাবর আজম।
Ad
ঠুকঠুকে ইনিংস খেলে বোল্ড বাবর আজম। ছবি- এএফফি।
চলতি পাকিস্তান সুপার লিগে দুরন্ত ফর্মে রয়েছেন বাবর আজম। প্রায় প্রতি ম্যাচেই রান করে চলেছেন তিনি। তবে বারবার প্রশ্ন উঠেছে তাঁর স্ট্রাইক-রেট নিয়ে। ১০ ম্যাচে ইতিমধ্যেই ৫০০ রানের গণ্ডি ছাড়িয়ে গিয়েছেন বাবর। সেঞ্চুরি করেছেন একটি এবং ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। তবে সমালোচকদের একাংশের দাবি, ব্যক্তিগত পারফর্ম্যান্সকেই নাকি গুরুত্ব দিচ্ছেন বাবর।
পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারেও সেই একই প্রশ্নের মুখে পড়তে হল বাবরকে। ক্যাপ্টেন নিজে বড় রান পেলেন। তবে ম্যাচ হেরে বসল দল। আসলে বাবর নিজের জন্য খেলতে গিয়ে কোয়ালিফায়ারে পেশোয়ার জালমিকে ডোবালেন বলে আওয়াজ উঠছে পাক ক্রিকেটমহলে।
বৃহস্পতিবার করাচিতে চলতি পিএসএলের কোয়ালিফায়ার ম্যাচে সম্মুখসমরে নামে মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস ও বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পেশোয়ার। যদিও তারা ভয়ডরহীন ক্রিকেট খলেতে পারেনি মোটেও। পেশোয়ার নির্ধারিত ২০ ওভারে দেড়শো রানের গণ্ডিও টপকাতে ব্যর্থ হয়। তারা ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে।
এক্ষেত্রে বাবরের ঠুকঠুকে ব্যাটিংয়ের জন্যই যে বড় রানের ইনিংস গড়া সম্ভব হয়নি পেশোয়ারের, সেই বিষয়ে একমত অনেকেই। কেননা বাবর ওপেন করতে নেমে ৪৬ রান সংগ্রহ করতেই ৪২টি বল খরচ করেন। সাম্প্রতিক সময়ে টেস্টেও এর থেকে দ্রুত রান তুলতে দেখা যায় অনেক ব্যাটারকে। বাবর সতর্ক ইনিংসে এদিন ৫টি চার মারেন।
এছাড়া মহম্মদ হ্যারিস ২২, টম কোহলির-ক্যাডমোর ২৪, রোভম্যান পাওয়েল ১২, পল ওয়াল্টার ১৪ ও লিউড উড ১৪ রানের যোগদান রাখেন। মুলতানের ক্রিস জর্ডন ও উসামা মীর ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ডেভিড উইলি, মহম্মদ আলি ও আব্বাস আফ্রিদি।
পালটা ব্যাট করতে নেমে মুলতান সুলতানস ১৮.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৭ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরে মুলতান। এই নিয়ে টানা চারবার পাকিস্তান সুপার লিগের ফাইনালে উঠল মুলতান।