
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় (NEET-UG) মোট ৬৭ জন এক নম্বর স্থান অধিকার করেছেন। আর তাঁদের মধ্যে তিনজন আবার পশ্চিমবঙ্গের প্রার্থী। তবে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যত শতাংশ প্রার্থী এবার কোয়ালিফাই করেছেন, সেটা গতবারের থেকে কম রয়েছেন। নিটের আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, ৯৯.৯৯৭১২৯ পার্সেন্টাইল পেয়ে দেশে প্রথম স্থান অধিকার করেছেন মোট ৬৭ জন। তাঁদের মধ্যে ১১ জন হলেন রাজস্থানের প্রার্থী। ওড়িশার ১১ জন প্রার্থীও ৯৯.৯৯৭১২৯ পার্সেন্টাইল পেয়েছেন। তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের সাতজন করে প্রার্থীও পয়লা স্থান অধিকার করেছেন। মহারাষ্ট্রের সাতজনও সেই তালিকায় আছেন। আর পশ্চিমবঙ্গের তিনজন প্রার্থী প্রথম স্থান অধিকার করেছেন।
১) রূপায়ন মণ্ডল: তালিকায় তাঁর নাম ছয় নম্বরে আছে, র্যাঙ্ক ১।
২) অর্ঘ্য়দীপ দত্ত: তালিকায় ১৮ নম্বরে তাঁর নাম আছে, র্যাঙ্ক ১।
৩) সক্ষম আগরওয়াল: তালিকায় ২৪ নম্বরে আছে সক্ষমের নাম, র্যাঙ্ক ১।
এনটিএয়ের তরফে জানানো হয়েছে যে একটি টাই-ব্রেকিং ফর্মুলার মাধ্যমে মেধাতালিকা তৈরি করা হচ্ছে।
১) যে প্রার্থীরা একই নম্বর বা পার্সেন্টাইল স্কোর পেয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা বায়োলজিতে বেশি নম্বর বা পার্সেন্টাইল স্কোর পেয়েছেন, তাঁদের মেধাতালিকায় আগে রাখা হবে।
আরও পড়ুন: UPSC Preparation: ঘরে বসেই শুরু করুন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি, রইল সিক্রেট টিপস ও সিলেবাস
২) তাতেও যদি একাধিক পড়ুয়ার প্রাপ্ত নম্বর বা পার্সেন্টাইল স্কোর সমান থাকে, তাহলে কেমিস্ট্রির নম্বর দেখবে এনটিএ। কেমিস্ট্রিতে যাঁরা বেশি পাবেন, তাঁরা মেধাতালিকায় আগে ঠাঁই পাবেন।
৩) তারপরও একাধিক পড়ুয়া যদি ঠিক একই বিন্দুতে থাকেন, তাহলে তখন ফিজিক্সের প্রাপ্ত নম্বর বা পার্সেন্টাইল স্কোরের ভিত্তিতে টাইব্রেকার করা হবে বলে এনটিএয়ের তরফে জানানো হয়েছে।
১) ২০২৪ সালে পশ্চিমবঙ্গের ১,২০,০৭০ জন প্রার্থী সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দিয়েছিলেন ১,১৬,১১০ জন। আর ৬৩,১৩৫ জন কোয়ালিফাই করেছেন। যা শতাংশের বিচারে ৫৪।
২) ২০২৩ সালে পশ্চিমবঙ্গের ১,০৪,৯২৩ জন প্রার্থী নাম নথিভুক্ত করেছিলেন। ১,০২,৫৫৭ জন পরীক্ষায় বসেছিলেন। কোয়ালিফাই করেছিলেন ৫৯,০৫৩। অর্থাৎ ৫৭.৫ শতাংশের মতো পড়ুয়া কোয়ালিফাই করেছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports