আজ প্রকাশিত হতে পারে কেন্দ্রীয় টিচার্স এলিজিবিটি টেস্টের (সিটেট) ফলাফল। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর প্রার্থীরা -তে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। digilocker.gov.in থেকে তাঁরা নিজেদের স্কোরকার্ড ডাউনলোডের সুযোগ পাবেন
কীভাবে রেজাল্ট দেখবেন?
১) কেন্দ্রীয় টিচার্স এলিজিবিটি টেস্টের (সিটেট) অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) আপনার স্ক্রিনের ডানদিকে 'CTET December 2021 Result'-র লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) তাতে নিজের রোল নম্বর নিখে সাবমিট করুন। তারপর আপনার রেজাল্ট দেখাবে।
কীভাবে স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন?
ডিজিলকার থেকে উত্তীর্ণ প্রার্থীরা স্কোরকার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। কীভাবে সেই স্কোরকার্ড ডাউনলোড করবেন, সেই উপায় দেখে নিন -
১) Digilocker-র অফিসিয়াল -তে যান।
২) সেখানে CTET result লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের তথ্য দিয়ে লগইন করুন।
৪) স্ক্রিনে আপনার মার্কশিট দেখাবে।
৫) তা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন। ভবিষ্যতের জন্য তা রেখে দিন।
এমনিতে প্রতি বছর দু'বার সিটেট হয়। গত বছরের ১৬ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত হয়েছিল সিটেট। তারপর চলতি মাসের পয়লা তারিখেই ‘অ্যানসার কি’ প্রকাশ করেছিল সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল, ১৫ ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশিত হতে পারে। তবে নির্দিষ্ট কোনও সময় জানানো হয়নি।