বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার সরকারের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য তিনি। রয়েছেন আইন বিভাগের দায়িত্বে। সেই আসিফ নজরুলের সরকারি বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হল। কারণ, তাঁর ওই বাসস্থান থেকে নাকি একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। বংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
তবে, উদ্ধার হওয়া ড্রোনটিকে আসিফ নজরুলের বাসভবনের মাথায় চক্কর-টক্কর কাটতে কেউ দেখেছেন কিনা, সেটা স্পষ্ট নয়। কারণ, বাংলাদেশি সংবাদমাধ্যম অনুসারে, সেটি পড়ে ছিল সরকারি বাসভবন চত্বরের খোলা জায়গায় - মাটিতে - ঘাসের উপর! যে সাফাইকর্মী রোজ সেখানে ঝাঁট দেন, তিনিই ঝাঁটা চালানোর সময় ওই ড্রোনটি 'আবিষ্কার' করেন!
এই ঘটনা ঘটে গতকাল (শনিবার - ২৬ এপ্রিল, ২০২৫) সকাল ৮টা বেজে ৪৫ মিনিট নাগাদ। পরে ওই ড্রোনটি আইন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে জমা দেন ওই মহিলা সাফাইকর্মী কাম মালী। দেলোয়ার হোসেন বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানান।
সেই খবর পেয়ে সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছন। পৌঁছয় ডিজিট্যাল ফরেনসিক টিম ও সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। তারা ড্রোনটি উদ্ধার করে নিয়ে যায়। সেটির ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলি জানিয়েছেন, তাঁদের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এবং এই ঘটনার জেরে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।