দেখতে কত তুচ্ছাতিতুচ্ছ। অথচ বিপদের সময় এই চুইংগামই বিপদের প্রাণরক্ষক হয়ে এল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাস শুটিংয়ের (গণহত্যার জন্য গুলি চালানো) শিকার হয় ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অতর্কিত আক্রমণে রীতিমতো দিশাহারা হয়ে পড়েছিলেন সকলে। আহত ও নিহত মিলিয়ে মোট সংখ্যা ৭। কিন্তু এই নাশকতার মধ্যেই ত্রাতা হয়ে উঠেছে চুইংগাম।
আরও পড়ুন - Viral News: ‘আজ চারদিন পর…’ ভিড় বাসে বৃদ্ধকে সিট ছেড়ে দিতেই যা শুনতে হল এই যুবককে! থ নেটিজেনরা
কীভাবে?
গুড ম র্নিং আমেরিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এক পড়ুয়া বলেন, তাঁদের কাচের জানালা সেই সময় কাগজ দিয়ে ঢাকতে বলেছিলেন অধ্যাপক। কিন্তু ঢাকার জন্য কোনও টেপ বা আঠালো জিনিস ছিল না। সেই সময় এই চুইং গামই কাজ দেয়। চুইংগাম দ্রুত চিবিয়ে সেই দিয়েই কাচের জানালা ঢাকেন পড়ুয়ারা। যার ফলে বহু প্রাণ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে শেষমেশ।