ভিড় বাসে উঠে ফাঁকা সিট পেয়ে বসেছিলেন এক যুবক। হঠাৎই একটু পরে উঠলেন একজন বয়স্ক ব্যক্তি। তাঁকে বসতে দিয়েছিলেন ওই যুবক। কিন্তু প্রত্যুত্তরে যে কথা শুনেছেন, তা শুধু ওই যুবক নয়, গোটা নেটদুনিয়াকেই অবাক করেছে।
আরও পড়ুন - Viral video: কখনও বিমান চড়েননি, হেলিকপ্টার দেখতেই চড়বার বায়না যুবকের! তারপর যা করলেন…ভাইরাল ভিডিয়ো
টাইমস নাওয়ের রিপোর্ট মোতাবেক, বৃদ্ধ ব্যক্তিকে বসতে দেওয়ার পর তিনি অথা বলতে শুরু করেন যুবকের সঙ্গে। যুবকটি কী করেন, কোথায় থাকেন ইত্যাদি বিষয়ে গল্প শুরু হয়। হঠাৎই ওই বৃদ্ধ বলেন ‘আমি আজ চারদিন পর কারওর সঙ্গে কথা বলছি!’ কথাটা শোনার পর রীতিমতো অবাক হয়ে যান যুবক। তাঁর কথায়, মানুষ আজ এতটাই একা হয়ে যাচ্ছে দিন দিন যে এমন পরিস্থিতিও দেখতে হচ্ছে। স্বভাবতই নেটিজেনদের অনেকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। কেউ কেউ যুবকটিকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।