মাত্র কয়েক দিন আগে পশ্চিমবঙ্গে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রের খবর, পুজোর আগে তিনি পুনরায় রাজ্যে আসবেন। নদিয়ার নবদ্বীপে প্রধানমন্ত্রীর সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। পুজোর আগে দুইবার বাংলায় আসতে পারেন শাহ।
আরও পড়ুন: 'গরিবদের ভোটাধিকার…,' BJP-কমিশন যোগসাজশের অভিযোগে গর্জে উঠলেন রাহুল
গত শুক্রবার বাংলায় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ শীর্ষক প্রচারের অংশ হিসেবে তৃণমূল সরকারের কার্যক্রম ও নীতিকে লক্ষ্য করে বক্তব্য রেখেছিলেন। বিজেপি সূত্রের খবর, সব ঠিক থাকলে ২০ সেপ্টেম্বর নবদ্বীপে প্রধানমন্ত্রীর দুটি সভা হতে পারে। একটি প্রশাসনিক বৈঠক এবং অন্যটি রাজনৈতিক জনসভা। এদিকে, বঙ্গ বিজেপির রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের পঞ্চায়েত স্তরের রাজ সম্মেলন। প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে সম্মেলনের স্থান এখনও চূড়ান্ত হয়নি। কারণ, প্রায় ১১ হাজার দলীয় পঞ্চায়েত সদস্যকে একসঙ্গে বসানোর জন্য যথাযথ স্থানের ব্যবস্থা করতে এখনও কাজ চলছে।
মহালয়ার পরের দিন ২২ সেপ্টেম্বর অমিত শাহের পুজো উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করবেন। এই পুজো পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হবে। এটি ইজেডসিসি এলাকায় কয়েক বছর পর পুনরায় আয়োজন হচ্ছে। আগের বছরগুলোতে তিনি একই অনুষ্ঠানে অংশগ্রহণ করেও এসেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর ও অমিত শাহের অংশগ্রহণ শুধুমাত্র উৎসব উদযাপন নয়, বরং ভোটের প্রাক্কালে রাজ্যজুড়ে দলীয় অবস্থান দৃঢ়করণের কৌশলও। বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর সভার তারিখ প্রাথমিকভাবে ঠিক হলেও চূড়ান্ত অনুমোদন এখনও বাকি।