জগন্নাথ ধামের উদ্বোধনে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির অন্দরে তোলপাড় চলছে। এই পদক্ষেপের জন্য দিলীপের সমালোচনায় মুখর হয়েছেন একের পর এক বিজেপি নেতা। সেই তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। আর শনিবার দিলীপবাবুর দিঘা সফর নিয়ে বিস্ফোরক দাবি করলেন অর্জুন। তাঁর দাবি, সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিলীপবাবুর সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াও যে ব্যক্তি ছিলেন তিনি আসলে তৃণমূলের চর।
গত বুধবার দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় এক ব্যক্তিকে। জিয়ারুল হক নামে ওই ব্যক্তির পরিচয় নিয়ে শনিবার বিস্ফোরক দাবি করেন অর্জুন সিং। তিনি বলেন, জিয়ারুল হক কুখ্যাত স্মাগলার আবদুল বারিক বিশ্বাসের ডান হাত। আবদুল বারিক বিশ্বাস আবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি করেন তিনি।
অভিযোগের পালটা জিয়ারুল জানিয়েছেন, ৬ বছর ধরে তিনি দিলীপ ঘোষের সঙ্গী। আবদুল বারিক বিশ্বাসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। থাকলে তা প্রমাণ করুন অর্জুন সিং।
বলে রাখি, বসিরহাটের কুখ্যাত পাচারকারী আবদুল বারিক বিশ্বাস প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ ঘনিষ্ঠ। গরু, কয়লা থেকে সোনা, বিভিন্ন জিনিস পাচারের অভিযোগে কখনও পুলিশ, কখনও সিআইডি তাঁকে গ্রেফতার করেছে। রেশন দুর্নীতিতে তাঁর বাড়িসহ একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি।