মাধ্যমিকের পরই ঘোষিত হতে চলেছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফল। বৃহস্পতিবার আলিম, ফাজিল ও হাই মাদ্রাসার পরীক্ষার ফল ঘোষণা হবে বলে বুধবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত হয় মাদ্রাসা পরীক্ষা। মে মাসে ফল প্রকাশের কথা থাকলেও করোনাভাইরাসের জেরে লকডাউনে আটকে যায় প্রক্রিয়া। মাধ্যমিকের পরই মাদ্রাসা পরীক্ষারও ফল প্রকাশ করতে উদ্যোগী হল সরকার। মঙ্গলবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। তাতে পাশের হারে হয়েছে নতুন রেকর্ড। এবার পাশ করেছেন ৮৬.৩৪ শতাংশ পড়ুয়া। এবার মাদ্রাসার শিক্ষার্থীদের পালা।