বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Debangshu Bhattacharya: ‘হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১,’ আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু
‘যেই হাতি কাদায় পড়েছে আর চামচিকেরা একটু লাথি মারার চেষ্টা করছে, কিন্তু হাতি একচুয়ালি কাদায় পড়েনি। এরা নারদার সময়ও মনে করেছিল, সারদার সময়ও মনে করেছিল কাদায় পড়েছে মার লাথি। সন্দেশখালির সময়ও মনে করেছিল হাতি কাদায় পড়েছিল…মার লাথি…প্রি নারদা পরিস্থতিতে আমরা ১৮৪, আফটার নারদা পরিস্থিতিতে আমরা ২১১, প্রি সন্দেশখালি আমরা ২২পোস্ট সন্দেশখালি আমরা ২৯, আমি বলছি যত মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অ্য়াটাক কার হয়, মানুষ ততবেশি তাকে আঁকড়ে ধরে আমি এটা বলতে চাইছি।’ বলছেন দেবাংশু।
সেই সঙ্গেই তিনি হিসেব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সন্দেশখালি নিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েছিল ভোটের আগে। আর ভোটের ফলাফল বের হতেই দেখা গেল আসন বেশি পেয়েছে তৃণমূল। আবার নারদা কাণ্ডের প্রসঙ্গ সামনে আসার আগে তৃণমূলের যত আসন ছিল পরবর্তী ক্ষেত্রে সেই আসন সংখ্য়া আরও বেড়ে যায়।