আখতার আলি। আরজিকর আন্দোলনের সময় বার বার সামনে এসেছিল এই নাম। একের পর এক দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। আরজি করের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তিনিই সামনে এনেছিলেন। এবার সেই আখতার আলিকে বদলি করা হল উত্তর দিনাজপুরে।
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার( নন মেডিক্যাল) পদে তাঁকে বসানো হয়েছে। এর আগে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার( নন মেডিক্যাল) পদে ছিলেন।
তবে তিনি দাবি করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাঁকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে বদলি করা হয়েছিল। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বদলি করা হয়। কিন্তু সেই সময় সন্দীপ ঘোষ আখতার আলিকে আরজি কর থেকে রিলিজ দেননি। প্রায় ৫২দিন ধরে এভাবেই কাটিয়েছেন। এটা আসলে ইচ্ছা করেই তাঁর সার্ভিস ব্রেক করা হয়েছিল। তবে এবার তাঁকে বদলি কালিয়াগঞ্জে। তবে সূত্রের খবর, এটাকে রুটিন বদলি বলেই উল্লেখ করা হয়েছে।
আরজিকর মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার ছিলেন আখতার আলি। তখন থেকেই তিনি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন। তার জেরেই সন্দীপ ঘোষের রোষানলে পড়েন তিনি। তাঁকে নানাভাবে সমস্যায় ফেলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। এমনকী তিনি গোটা বিষয়টি উপরমহলেও জানিয়েছিলেন। কিন্তু সেই সময় কেউ কানে কথা নেয়নি বলে তাঁর দাবি।