এর আগে একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজনৈতিক বিরতিতে থাকার সময় তিনি লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা করছিলেন। সঙ্গে সেই পর্যালোচনার 'রেজাল্ট' প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। এই আবহে অনেকেরই প্রশ্ন জাগে, তাহলে কি দলে বড়সড় কোনও রদবদল আসতে চলেছে? যদিও সেদিন অভিষেক তরুণ এবং অভিজ্ঞদের একসঙ্গে কাজ করার কথাও বলেছিলেন। তবে এরই মাঝে আজ আবার ইনস্টাগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন এক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রিপোর্ট অনুযীয়, সম্প্রতি ইনস্টাগ্রামে অভিষেক একটি ছবি পোস্ট করে পুরনো আফ্রিকান প্রবাদ ক্যাপশনে লিখেছেন। সেই ক্যাপশনেই এখন ইঙ্গিত খুঁজে বেড়াচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। (আরও পড়ুন: বাংলার সরকারি কর্মীদের 'অ্যাপ্রেসাল' সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের)
আরও পড়ুন: কেন্দ্রের নির্দেশিকায় না-খুশ, হোয়াটসঅ্যাপ কি ভারত ছাড়ছে? সামনে এল নয়া আপডেট
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'স্মুদ সিস নেভার মেড অ্যা স্কিলড সেইলর'; অর্থাৎ - শান্ত সমুদ্রে কখনও দক্ষ নাবিক তৈরি হয় না। এই আবহে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, ২০২৪ সালের লোকসভা ভোটে বিপুল জয়, এরপর বিধানসভা উপনির্বাচনেও পরপর জয়ে তৃণমূল কংগ্রেসে যে 'শান্তি' বিরাজ করছে, সেখানে অভিষেক 'ঝড়' তুলবেন দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে? নাকি তিনি এই পোস্ট করেছেন কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে 'ঝড়' তোলার 'হুঁশিয়ারি' হিসেবে? তবে অভিষেকের উদ্দেশ্য যেটাই হয়ে থাকুক না কেন, ইনস্টাগ্রামে করা তাঁর সেই পোস্ট ঘিরে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। (আরও পড়ুন: মণিপুর হিংসা নিয়ে বীরেনের সঙ্গে এই প্রথম মুখোমুখি বৈঠক মোদীর, কী কথা হল দু'জনের?)