
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ তোলার পর সরিয়ে দেওয়া হয়েছে তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে। সুকান্ত মজুমদার রাজভবনে গিয়ে দেখা করার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যকে উদ্দেশ্য করে কড়া বিবৃতি প্রকাশ করেছিলেন। এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে এসেছেন বাংলার বড়লাট। এবার সৌজন্যের সমীকরণে বদল আসার ইঙ্গিত মিলেছে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগাম বার্তা দেওয়া হয়েছে। সেটি হল—রাজ্যপাল যদি রীতি এবং সৌজন্য সীমা লঙ্ঘন করেন, তাহলে তাঁকে তাঁর ভাষাতেই জবাব দেওয়া হবে।
কেমন আঁচ পেয়েছে তৃণমূল কংগ্রেস? রাজ্যপালের গত কয়েকদিনের নানা পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের জন্য রীতিমতো অস্বস্তিকর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার পর কড়া বিবৃতি পেয়েছে রাজ্য সরকার। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিয়ে নতুন একটি পরামর্শদাতা পরিষদ নিয়োগ গড়তে চলেছেন রাজভবনের বাসিন্দা। এই পরিষদে ভিনরাজ্যের বিজেপি ঘনিষ্ঠ আইএএস অফিসাররা থাকতে পারেন বলে সূত্রের খবর। এই হঠাৎ বদল ভাবিয়ে তুলেছে তৃণমূল কংগ্রেসকে।
আনন্দকে কী বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস? রাজ্যপালের এই কাজ মোটেই ভাল চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। তাই দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘যাঁরা ধনখড়কে পাঠিয়েছিলেন, তাঁরাই তো সিভি আনন্দ বোসকে পাঠিয়েছেন। দু’জনের কর্মপদ্ধতি আলাদা হলেও উৎস তো একই। দু’জনের উদ্দেশ্য আলাদা হবে এটা ভেবে নেওয়া ঠিক হবে না। সিভি আনন্দ বোস যতদিন সৌজন্য বজায় রাখবেন, নিয়মের মধ্যে থেকে কাজ করবেন, ততদিন পর্যন্ত পালটা সৌজন্য দেখানো হবে। কিন্তু রাজ্যপাল যদি রীতি বিরুদ্ধভাবে রাজ্যের সমালোচনা বা নজরদারি করার চেষ্টা করেন, বা অন্য রাজ্যের আইপিএসদের অন্যভাবে ব্যবহার করা হয়, তাহলে প্রতিক্রিয়ার ভাষা এবং মেজাজ দুটোই বদলাতে হবে।’
আর কী জানা যাচ্ছে? কুণালের বক্তব্য বড়লাটের কাছে আগাম বার্তা হিসাবেই দেখা হচ্ছে। যদিও রাজভবন থেকে পাল্টা কিছু বলা হয়নি। নন্দিনী চক্রবর্তীর সম্ভাব্য অব্যাহতি নিয়ে কুণাল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, ‘তাঁকে যদি অস্বাভাবিক কারণে সরানো হয়, তাহলে ধরে নিতে হবে পর্দার আড়ালে অস্বাভাবিক কিছু হচ্ছে।’ রাজ্যপাল ও বিজেপির মধ্যে সখ্যের আবহাওয়া তৈরি হয়েছে ইঙ্গিত দিতেই এমন মন্তব্য করেছেন কুণাল বলে মনে করা হচ্ছে। এমনকী যেমনটা মিলবে তেমনটাই দেওয়া হবে নীতি জানিয়েও দিলেন তিনি।
৳7,777 IPL 2025 Sports Bonus