স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রে মারাত্মক ভুল ধরা পড়েছে। শনিবার গভীর রাতে প্রকাশিত এই উত্তরপত্রে পরীক্ষার্থীরা এমন কিছু ভুল চিহ্নিত করেছেন, যা দেখে তাঁরা অবাক ও ক্ষুব্ধ। বিশেষ করে ইংরেজি, ভূগোল ও শিক্ষা বিষয়ক প্রশ্নে সঠিক উত্তর ও কমিশনের দেওয়া উত্তর মিলছে না, যা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি হয়েছে।
আরও পড়ুন: নিয়োগ মামলায় মমতার নাম টানবেন না! আর্জি পার্থের, বিস্ফোরক প্রাক্তন SSC প্রধানের
উদাহরণ হিসেবে একটি ইংরেজি ন্যারেশন চেঞ্জের প্রশ্নে, পরীক্ষার্থীদের দাবি, সঠিক উত্তর হওয়া উচিত ছিল, ‘Rita said that the sun rises in the east.’ কিন্তু কমিশন জানিয়েছে, সঠিক উত্তর ‘Rita reported that the sun rose in the east.’ পরীক্ষার্থীরা বলছেন, ধ্রুব সত্য বা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কাল পরিবর্তন হয় না, যা বাচ্চারাও জানে। ভূগোলের কিছু প্রশ্নও বিতর্কিত। যেমন, ভারতের প্রথম জাতীয় উদ্যানের সঠিক নাম ‘জিম করবেট ন্যাশনাল পার্ক’, কিন্তু কমিশন লিখেছে ‘কানহা’। আফ্রিকার মাসাইমারা অঞ্চল কোন জলবায়ু শ্রেণির অন্তর্ভুক্ত, সঠিক উত্তর হল ‘সাভানা জলবায়ু’, কিন্তু মডেল উত্তরপত্রে দেওয়া হয়েছে ‘ভূমধ্যসাগরীয় জলবায়ু’।
চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, একাধিক প্রশ্নে ভুল উত্তর দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, উচ্চ প্রাথমিক স্তরে কতটি ভাষা থাকবে, সঠিক উত্তর তিনটি (দু’টি অবশ্যপাঠ্য ও একটি ঐচ্ছিক), কিন্তু কমিশনের উত্তর ছিল দু’টি। কটাক্ষ করেনাতাঁদের বক্তব্য, কমিশনের দেওয়া এই সব উত্তর দেখে মনে হচ্ছে, এতকাল তাঁরা ছাত্রছাত্রীদের ভুল শিখিয়েছেন’।