সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা গিয়েছে, একটি সোফায় বসে আড্ডায় মজেছেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলছেন অরিজিৎ সিং। সেখানে উপস্থিত মেয়র–সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ‘রং দে তু মোহে গেরুয়া’ গান গাওয়াতেই বিতর্ক।
মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে গায়ক অরিজিৎ সিং।
রবিবাসরীয় সন্ধ্যায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হাজির হলেন গায়ক অরিজিৎ সিং। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মেয়রকন্যা প্রিয়দর্শিনী হাকিম। ব্যস, তারপর থেকে আরও একবার রাজ্য–রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক অরিজিৎ সিং। মেয়রের বাড়িতে ঝটিকা উপস্থিতির নেপথ্যে রাজনৈতিক কারণই দেখছে বিজেপি। বেশ কয়েকমাস ধরে গেরুয়া বিতর্কে জড়িয়ে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। কলকাতার মহানাগরিকের বাড়ির সদস্য–সহ ফিরহাদ কন্যার সঙ্গে ছবিও তুলেছেন গায়ক।
এদিকে গায়ক অরিজিতের সঙ্গে ছবি পোস্ট করে ফিরহাদ কন্যা লিখেছেন,‘গত রাতের কনসার্টে অরিজিৎ সিংকে লাইভ শোনার ঘোর এখনও কাটেনি আমার। তার মধ্যেই এবার আমাদের বাড়িতে হাজির হলেন গায়ক।’ সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা গিয়েছে, একটি সোফায় বসে আড্ডায় মজেছেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলছেন অরিজিৎ সিং। সেখানে উপস্থিত মেয়র–সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। হাসিমুখে সকলের সঙ্গে কথা বলছেন গায়ক।