এসি সারাতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল। শহরে ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। গতকাল ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার টেগোর পার্কের সারদাপল্লিতে। মৃত যুবকের নাম উৎপল পাল। বিদ্যুতের হাইটেনশন লাইনের সংস্পর্শে আসার ফলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত যুবক হাওড়ার দক্ষিণ রামচন্দ্রপুরের বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই এলাকার একটি বাড়ির দোতলার ফ্লাটে এসি সারাচ্ছিলেন উৎপল। তার মাথার উপর দিয়েই ছিল হাই টেনশন বিদ্যুতের লাইন। কোনওভাবে এসি সারাতে গিয়ে ওই হাই টেনশন বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে আসে ওই যুবক। তারপরেই সেখান থেকে ছিটকে নিচে পড়ে যায় উৎপল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই বাড়ির নিচে একটি পিৎজার দোকান রয়েছে। সেই দোকান থেকে উৎপলের নিচে পড়ার শব্দ শুনতে পান কর্মী এবং ক্রেতারা। বাইরে বেরিয়ে তারা ওই যুবকের ঝলসানো দেখতে পেয়ে আঁতকে ওঠেন। এরপর তাঁরা কসবা থানায় খবর দেন।