বিজেপিতে বিস্তারকের পথ পাওয়া এবার সহজ হবে না। এবার বিজেপি লিখিত পরীক্ষার মাধ্যমে বিস্তারক নিয়োগের পথ বেছে নিল। আগের নিয়মে অভিজ্ঞতা ও সুপরিচিত দলীয় কর্মীদের উপরই বিস্তারক নিয়োগ করা হতো, তবে নতুন নিয়মে লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশনের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে। এর পাশাপাশি, এবারের নিয়োগে বিবাহিত প্রার্থীদেরও বিস্তারক হওয়া যাবে, যা আগের নিয়মে সম্ভব ছিল না।
আরও পড়ুন: 'পাকিস্তানে গেলে নিজের বাড়ির..,' ফের বেলাগাম রাহুল ঘনিষ্ঠ পিত্রোদা, নিশানা BJP-র
দলীয় সূত্রে জানা গেছে, পুজোর পর রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে বিস্তারক নিয়োগ করা হয়। বিস্তারকরা কেন্দ্রীয় নেতা ও কর্মীদের সঙ্গে সমন্বয় রক্ষা করে প্রচার কার্য তদারকি করেন। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন সদস্যদের এই দায়িত্ব দেওয়ার নিয়ম ছিল। তবে, এবছর পেশাদারিত্ব ও যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশন চালু করা হয়েছে। রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্রনাথ বোস জানিয়েছেন, লিখিত পরীক্ষা মূলত প্রার্থীর দলীয় নীতি, রাজনৈতিক ধারণা ও কার্যপদ্ধতি বোঝার জন্য নেওয়া হচ্ছে। গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তাদের চিন্তাভাবনা ও দল সম্পর্কে জ্ঞান যাচাই করা হবে। আগ্রহী প্রার্থীরা লিখিতভাবে তাঁদের উত্তর জমা দেবেন, তারপরই নির্বাচিতদের প্রশিক্ষণ শিবিরে পাঠানো হবে।