
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি মাসেই ধর্মতলায় পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি–সহ ১৮ আইএসএফ কর্মী–সমর্থকরা। তারপর তাঁদের তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। তখন তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ, বুধবার সেই মেয়াদ শেষ হলে আবার তাঁদের তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। এদিনও মিলল না জামিন। বরং ১৪ দিনের জন্য নৌশাদের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর ঠিকানা জেল।
আজ, বুধবার নৌশাদদের হয়ে জামিনের আর্জি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু বিচারক সেই আর্জি খারিজ করে দেন। গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের কর্মসূচি থেকে পুলিশের উপর হামলা করা হয়। এমনকী সরকারি সম্পত্তি ভাঙচুর–সহ একাধিক অভিযোগে নৌশাদ–সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এঁদের মধ্যে একজন নাবালক থাকায় তাকে জুভেনাইল কোর্টে হাজির করা হয়। আর জামিনও হয়ে যায়।
এদিকে নৌশাদ–সহ কর্মীদের গ্রেফতার হওয়া থেকে মুক্তির দাবিতে পথে নামে আইএসএফ। সেই আন্দোলন এখনও চলছে। আজও ব্যাঙ্কশাল কোর্টের সামনে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। নৌশাদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হতে দেখা যায় বাম–বিজেপিকেও। পুলিশের অনুমতি ছাড়াই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিল করে নৌশাদের দল। কিন্তু এতকিছুর পরও জামিন মিলল না। আসলে এই কাজে কড়া পদক্ষেপ করতে চায় পুলিশ।
অন্যদিকে কলকাতার সবচেয়ে ব্যস্ত এলাকা ধর্মতলায় অফিস টাইমে অবস্থান করে আইএসএফ। সেটা তুলে নিতে বলা হয়। কিন্তু আইএসএফের কর্মীরা তা না শুনে অবস্থান চালিয়ে যান। পুলিশ তাঁদের তুলতে গেলে সংঘর্ষ শুরু হয়। বাঁশ, লাঠি নিয়ে চড়াও হন আইএসএফ কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইট–পাথর ছোড়া হয়। আহত হন বহু পুলিশকর্মী। তখন পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। রণক্ষেত্র চেহারা নেয় মহানগরী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
6.88% Weekly Cashback on 2025 IPL Sports